সোমবার | ১৯ জানুয়ারি, ২০২৬ | ৫ মাঘ, ১৪৩২

খালেদা জিয়ার গাড়ি বহরে হামলার ঘটনায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: খালেদা জিয়ার গাড়ি বহরে হামলা ও ভাঙচুরের ঘটনায় শাহবাগ থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ মোশারফ হোসেনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। রাজধানীর আদাবর থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

শুক্রবার (২০ সেপ্টেম্বর) র‌্যাব সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ছাত্র-জনতার ওপর হামলা ও গুলি বর্ষণকারী এবং ২০১৫ সালের ২০ এপ্রিল সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গাড়ি বহরে হামলা, ভাঙচুর, হত্যাচেষ্টা, চাঁদা দাবি ও অগ্নিসংযোগের মামলায় শাহবাগ থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ মোশারফ হোসেনকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

একে

© 2026 republicdhaka.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM