রবিবার | ১১ জানুয়ারি, ২০২৬ | ২৭ পৌষ, ১৪৩২

বঙ্গবন্ধুর ছবি পোস্ট করে যা লিখলেন মাহি

নিজস্ব প্রতিবেদক: অভিনেত্রী মাহিয়া মাহিকে অভিনয় জগতে সেভাবে না পাওয়া গেলেও গত তিন বছর রাজনীতির মাঠে সরব ছিলেন তিনি। নিজেকে বাংলাদেশ আওয়ামী লীগের সক্রিয় কর্মী দাবি করে এসেছেন এই অভিনেত্রী। পেয়েছিলেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় কমিটির পদও। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দল থেকে মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে রাজশাহী থেকে নির্বাচন করেছেন তিনি। তবে জয়ের মুখ দেখতে পারেন নি তিনি।

আওয়ামী লীগের রাজনৈতিক সভা-সমাবেশে দেখা যেত মাহিকে। এমনকি সেসব নিয়ে ফেসবুকেও সরব ছিলেন তিনি। তবে ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের কিছুদিন আগে থেকে হঠাৎ নীরব হন এই ঢালিউড তারকা। বৃহস্পতিবার (১৫ আগস্ট) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকীতে ফেসবুকে পোস্ট দিয়েছেন তিনি।

ফেসবুকে পোস্টে মাহিয়া মাহি লেখেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোনো দলের নয়, আপনি কোনো দলের না, আপনি এই জাতির সবার, আপনার ঋণ আমরা কোনোদিন ভুলবো না, বিনম্র শ্রদ্ধা হে জাতির জনক। পোস্টের সঙ্গে শেখ মুজিবুর রহমানের একটি চিত্রকর্মের ছবিও পোস্ট করেন এই অভিনেত্রী।

গতকাল (১৪ আগস্ট) ধানমন্ডির ৩২ নম্বরে আরেক অভিনেত্রী রোকেয়া প্রাচীর ওপর হামলার পর ফেসবুকে ঘটনার নিন্দা জানিয়েছেন মাহি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় বেশ সক্রিয় ছিলেন তিনি। সে সময় রাজপথের রক্তপাত নিয়েও পোস্ট করেছেন তিনি, চেয়েছিলেন একটি শান্তিপূর্ণ সমাধান।

এসবি

© 2026 republicdhaka.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM