মঙ্গলবার | ১৩ জানুয়ারি, ২০২৬ | ২৯ পৌষ, ১৪৩২

ঈদে মিলাদুন্নবী উদযাপনের যাওয়ার পথে দুর্ঘটনায় ৪০ মুসল্লি নিহত

আন্তর্জাতিক ডেস্ক: মহানবী হজরত মুহাম্মদ সা.-এর জন্মদিন উপলক্ষে ঈদে মিলাদুন্নবীর অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়েছেন একদল মুসল্লি। এতে অন্তত ৪০ জন নিহত হয়েছেন। সোমবার (১৬ সেপ্টেম্বর) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, নাইজেরিয়ায় উত্তরাঞ্চলের কাদুনা রাজ্যে সড়ক দুর্ঘটনায় বেশ কয়েকজন মুসল্লি নিহত হয়েছেন। তারা সামিনাকা শহরে মিলাদুন্নবী অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন।

আয়োজকদের একজন জানান, যাত্রাকালে তাদের বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সংঘর্ষ হয়।

নাইজেরিয়ায় সড়ক দুর্ঘটনা খুবই সাধারণ ঘটনা। দেশটিতে ড্রাইভার এবং যাত্রী উভয়ই নিরাপত্তার ব্যাপারে উদাসীন। একইভাবে কর্তৃপক্ষ আইন প্রয়োগের বিষয়ে অত্যন্ত শিথিল।

রাজ্যের জরুরি পরিষেবার এক কর্মকর্তা জানান, সোমবার সকালে নিহতের সংখ্যা বেড়ে ৩৫ জনে দাঁড়িয়েছে। অন্যদিকে আয়োজকদের একজন আহমাদ দাইয়াবু বিবিসিকে জানান, নিহতের সংখ্যা বেড়ে ৪০ জনে দাঁড়িয়েছে। এছাড়া দুর্ঘটনায় আহতদের মধ্যে ৩১ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

তিনি জানান, তারা কোয়ান্ডারে শহর থেকে সামিনাকা যাচ্ছিলেন। পথে লেরে শহরে পৌঁছানোর সময় তাদের গাড়ির সঙ্গে একটি ট্রেইলার ট্রাকের সংঘর্ষ হয়। এ সময় বাসে ৭১ জন যাত্রী ছিলেন। বাসটিদে ধারণক্ষমতার অতিরিক্ত যাত্রী ছিল।

বিবিসি জানিয়েছে, সরকারি তথ্যানুসারে, নাইজেরিয়ায় ২০২৪ সালের প্রথম ত্রৈমাসিকে সড়ক দুর্ঘটনায় এক হাজার ৪৭০ জন নিহত হয়েছেন। এ হিসাব অনুসারে দেশিটিতে গড়ে ১৬ জন সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।

একে

© 2026 republicdhaka.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM