রবিবার | ১১ জানুয়ারি, ২০২৬ | ২৭ পৌষ, ১৪৩২

ফেনীতে ৬ আহত সাংবাদিককে জামায়াতের আর্থিক সহায়তা

নিজস্ব প্রতিবেদক : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলায় আহত ৬ সাংবাদিককে অনুদান দিয়েছে ফেনী জেলা জামায়াতে ইসলামী।
বৃহস্পতিবার (১৫ আগস্ট) দুপুরে ফেনী প্রেসক্লাবে আহত সাংবাদিকদের হাতে এ অনুদান তুলে দেন জামায়াতে ইসলামীর জেলা আমির এ.কে.এম শামসুদ্দিন।

আহতরা হলেন বাংলা ভিশনের ফেনী জেলা প্রতিনিধি রফিকুল ইসলাম, চ্যানেল ২৪ এর ফেনী জেলা প্রতিনিধি দিদার হোসেন স্বপন, সাপ্তাহিক ফেনী সমচারের সম্পাদক ও প্রকাশক মো.মুহিববুল্লাহ ফরহাদ, চ্যানেল আই এর ক্যামরাপারসন মো. কামরুজ্জামান, অনলাইন আজকের ফেনীর সম্পাদক আমজাদ হোসেন রুবেল, দৈনিক দিনকালের ফেনী জেলা প্রতিনিধি মফিজুর রহমান। এ সময় জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মুফতি আবদুল হান্নান, প্রচার সম্পাদক আ ন ম আবদুর রহিম উপস্থিত ছিলেন।

জামায়াত নেতারা বলেন, দেশের সব ক্ষেত্রেই সাংবাদিকরা তাদের লিখনি দিয়ে দেশের মানুষকে আলোর পথ দেখিয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় জীবনের ঝুঁকি নিয়ে সংবাদ সংগ্রহ করেছেন। ফেনীতে আমরা ৬ সাংবাদিক আহত হয়েছেন বলে আমরা জেনেছি। সংগঠনের সাধ্য অনুযায়ী সামান্য অনুদান তাদের মাঝে বিতরণ করেছি।

 

© 2026 republicdhaka.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM