সোমবার | ১২ জানুয়ারি, ২০২৬ | ২৮ পৌষ, ১৪৩২

এবার দুদকে শুদ্ধি অভিযান: ১০ পরিচালক ও ৪২ উপ-পরিচালক পদে রদবদল

নিজস্ব প্রতিবেদক: এবার শুদ্ধি অভিযান শুরু হয়েছে দুর্নীতি দমন কমিশন-দুদকে। সোমবার ১০ পরিচালক ও ৪২ উপ-পরিচালক পদে রদবদল করা হয়েছে।
পৃথক আদেশে তাদের ঢাকা, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, নারায়ণগঞ্জ, কুমিল্লা, কুড়িগ্রাম, দিনাজপুর, নওগাঁ, খুলনা ও চাঁদপুরের বিভিন্ন অফিসে বদলি করা হয়েছে।
সোমবার (৯ সেপ্টেম্বর) দুদকের ঊর্ধ্বতন একটি সূত্র খবরটি নিশ্চিত করেছে। প্রজ্ঞাপন আকারে আজই পাওয়া যেতে পারে এই বদলির আদেশ।
শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের সময়ে দুর্নীতি দমন কমিশনের কার্যক্রম নিয়ে নানা প্রশ্ন ছিল। নানা মতলবি তদন্ত এবং হয়রানির অভিযোগ রয়েছে দুর্নীতি দমন কমিশনের কর্মকর্তাদের বিরুদ্ধে। এরই প্রেক্ষিতে মাঠ পর্যায়ে এই বড় পরিবর্তন বলে জানিয়েছে দুদক সূত্র।

ই-এএস

© 2026 republicdhaka.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM