সোমবার | ১২ জানুয়ারি, ২০২৬ | ২৮ পৌষ, ১৪৩২

বৃষ্টিতে নিজেকে ভালোবাসতে ব্যস্ত পরীমণি

বিনোদন ডেস্ক: এবার বৃষ্টিতে মজলেন সোশ্যাল মিডিয়ায় বেশ সরব চিত্রনায়িকা পরীমণি। প্রায় সময়ই নানান ভিডিও-ছবি দিয়ে নেটিজেনদের মাঝে উত্তাপ ছড়ান তিনি। সেসব দেখে উচ্ছ্বসিত হন ভক্তরাও।

এই মুহূর্তে কক্সবাজারে অবস্থান করছেন তিনি। ফেসবুকে দেওয়া পরীমণির কিছু ছবি দেখে তা আঁচ করা যায়। সেসব ছবিতে এক নারীকেও তার সঙ্গে দেখা যায়।

কিছুদিন আগে পরীমণির ওয়ালে দেখা যায়, পানিতে পা ডুবিয়ে বসে আছেন নায়িকা। পরনে শাড়ি, সঙ্গে মুষলধারে বৃষ্টি। আলগা করে ছেড়ে দেওয়া তার ভেজা চুল। চোখ দুটো বন্ধ করে অনুভব করছেন বৃষ্টির ঝাপটা। সেই মুহূর্তের অনুভূতি প্রকাশ করে নায়িকা লেখেন, ‘বসনে বর্ষার রং।’

সেদিন পরীমণির এই বিশেষ মুহূর্তটি শুধু ছবিতেই সীমাবদ্ধ ছিল। এবার পুরো চিত্রটির ভিডিও প্রকাশ্যে আনলেন তিনি। শনিবার (৮ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুকে ভিডিওটি পোস্ট করেন এই নায়িকা।

দেখা গেল, পরনে সেই সাদা ব্লাউজের নীল শাড়িটিই। মুষলধারে বৃষ্টি ঝরছে, কোনো এক সুইমিং পুলের পাশেই পরী। ফ্লোরে জমা বৃষ্টির জমা পানির মধ্যেই গুটি গুটি পা ফেলছেন। ভেজা চুলে একটু পর পর মোহনীয় চাহনি; মুখ থেকে সরিয়ে নিচ্ছিলেন ফোঁটায় ফোঁটায় পড়া বৃষ্টির পানি।

ভিডিওটির সঙ্গে একটি ‘পাতা ঝরা বৃষ্টি’ নামে একটি গান জুড়ে দেন পরীমণি। ক্যাপশনে তিনি লিখেছেন— ‘নিজেকে ভালোবাসার মতো প্রেম দ্বিতীয়টি আর নেই।’ ভিডিওটি দেখে বোঝাই যাচ্ছে এখন নিজেকে ভালোবাসতে ব্যস্ত পরীমণি।

এমন মোহনীয় লুকে পরীমণির ভিডিও দেখে আর অনুভূতি ধরে রাখতে পারেননি অনুরাগীরা। রীতিমতো মন্তব্যের ঝড় বয়ে দিয়েছেন এই নায়িকার কমেন্টসবক্সে। একজন লিখেছেন, ‘ভালোবাসলে আলাদা একটা শান্তি পাওয়া যায়।’ পরীমণির এক ভক্ত লেখেন, ‘যে নিজেকে ভালোবাসতে পেরেছে, সে তার জীবনে সফল হয়েছে।’ এমএফ

© 2026 republicdhaka.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM