সোমবার | ১২ জানুয়ারি, ২০২৬ | ২৮ পৌষ, ১৪৩২

‘বড় ছেলে’ নিয়ে মেহজাবীনের আবেগঘন পোস্ট

বিনোদন ডেস্ক: দেশের জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। অভিনয় করেছেন অসংখ্য নাটকে। ছোট পর্দায় অভিনয় দিয়েই জয় করেছেন ভক্তদের মন। নাটকের পাশাপাশি ওয়েব সিরিজে অভিনয় করেও সুনাম কুড়িয়েছেন তিনি। তবে এই অভিনেত্রী তার ক্যারিয়ার টার্নিং পয়েন্ট হিসেবে মনে করেন সাত বছর আগে করা ‘বড় ছেলে’ নাটকটিকে। এই একটি নাটকই তার ক্যারিয়ার, জীবন ও চিন্তাকে বদলে দিয়েছিল। একটি পোস্ট দিয়েছেন নিজের ফেসবুক টাইম লাইনে। জানিয়েছেন ওই একটি নাটকের সূত্র ধরে এখনো ভক্তদের ভালোবাসা পাচ্ছেন তিনি।

বড় ছেলে নাটককে স্মরণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক আবেগঘন পোস্ট দিয়েছেন মেহজাবীন চৌধুরী। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) নিজের ফেসবুক পেজ থেকে এমন স্ট্যাটাস দেন তিনি। নাটকটির মুক্তি পাওয়ার দিনটি স্মরণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি বলেন, বড় ছেলেন ৭ বছর হতে চলেছে, আমি এখনও ভক্তদের থেকে আগের মতো ভালোবাসা পেয়ে যাচ্ছি। এ নাটকটি আমার ক্যারিয়ারে পরিবর্তন এনে দিয়েছে। এরপর আমাকে পেছনে ফিরে তাকাতে হয়নি। সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ। মিজানুর রহমান আরিয়ান ভাইয়ার কাছে চিরকৃতজ্ঞ এমন সুন্দর উপহার দেওয়ার জন্য।

মিজানুর রহমান আরিয়ান নির্মিত ‘বড় ছেলে’ নাটকটিতে লিড রোলে অভিনয় করেছিলেন মেহজাবীন। আর সেটিই তার ক্যারিয়ারকে এনে দিয়েছে বড় ধরনের পরিবর্তন। এরপর তাকে আর পেছনে ফিরে তাকাতে হয় নি। নাটকটিতে অভিনয় করার জন্য এখনও তিনি ভক্তদের কাছ থেকে বেশ প্রশংসা ও ভালোবাসা পাচ্ছেন। এছাড়াও ক্যারিয়ারে অসংখ্য নাটকের মাধ্যমে ভক্তদের মনে জায়গা করে নিয়েছেন তিনি। বর্তমানে তিনি নাটকের পাশাপাশি ওয়েব সিরিজেও কাজ করে যাচ্ছেন।

 

© 2026 republicdhaka.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM