সোমবার | ১২ জানুয়ারি, ২০২৬ | ২৮ পৌষ, ১৪৩২

যুগপৎ আন্দোলনের সঙ্গীদের সঙ্গে বিএনপির বৈঠক

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগ সরকারের পতনের পর জোটসঙ্গীদের সঙ্গে বৈঠক শুরু করেছে বিএনপি। শুক্রবার (৬ সেপ্টেম্বর) বিকেলে গুলশান বিএনপির চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে ন্যাপ ভাসানী এবং বাংলাদেশ পিপলস পার্টির সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয়।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও লিয়াজোঁ কমটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে বৈঠকে দলটির লিয়াজোঁ কমিটি ও দলটির ভাইস-চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু অংশ নেন।

প্রথম ধাপে ন্যাপ ভাসানীর সঙ্গে এ বৈঠক হয়। এতে দলটির চেয়ারম্যান মো. আজহারুল ইসলামের নেতৃত্বে ১২ সদস্যদের প্রতিনিধি দল উপস্থিত ছিলেন। এরপর বাংলাদেশ পিপলস পার্টির সঙ্গে বৈঠক হয়। এতে দলটির চেয়ারম্যান মোহাম্মদ বাবুল সরদার চাখারীর নেতৃত্বে ১২ সদস্যদের প্রতিনিধি দল অংশ নেয়।

একে

© 2026 republicdhaka.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM