সোমবার | ১২ জানুয়ারি, ২০২৬ | ২৮ পৌষ, ১৪৩২

জয় পেয়েও কেনো দেশে ফিরলেন না সাকিব

স্পোর্টস ডেস্ক : টেস্ট সিরিজে পাকিস্তানের মাঠে দেশটিকে হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ। ঐতিহাসিক এই সিরিজ জিতে বুধবার (৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টা নাগাদ দেশে ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল।

তবে বাংলাদেশ দলের এই আনন্দযাত্রার সঙ্গী হননি সাকিব আল হাসান। ঢাকায় হত্যা মামলা হওয়ায় সাকিব পাকিস্তান থেকে দেশে ফিরবেন কি না, এ নিয়ে জল্পনা-কল্পনা ছিল। পরে জানা গেছে, তিনি আপাতত দেশে ফিরবেন না। ইংলিশ কাউন্টির একটা ম্যাচ খেলতে যাবেন ইংল্যান্ডে। সতীর্থদের সঙ্গে দুবাই পর্যন্ত গিয়ে সেখান থেকে এখন লন্ডনের ফ্লাইট ধরেছেন তিনি। আগামী ৯ সেপ্টেম্বর থেকে ইংলিশ কাউন্টি ক্রিকেটে খেলতে দেখা যাবে তাকে।

এদিকে আগামী ৯ সেপ্টেম্বর থেকে ভারত সফরের অনুশীলন শুরু হওয়ার কথা রয়েছে শান্তদের। ফলে পাকিস্তান সফরের পর দম ফেলার ফুরসত পাচ্ছে না বাংলাদেশ দল। আগামী ১৫ সেপ্টেম্বর দুই টেস্ট এবং তিন টি-টোয়েন্টি খেলতে ভারত যাবেন টাইগাররা। সেদিনই ভারতে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা রয়েছে সাকিবের।

উল্লেখ্য, বাংলাদেশ এবারই প্রথম পাকিস্তানকে টেস্ট হারিয়েছে। পাকিস্তানের মাটিতে টেস্ট জয়ের রেকর্ডও হয়েছে প্রথমবার। তবে মামলার কারণে এই জয় পুরোপুরি উপভোগ করতে পারছেন না সাকিব ও তার সমর্থকরা।

 

© 2026 republicdhaka.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM