সোমবার | ১২ জানুয়ারি, ২০২৬ | ২৮ পৌষ, ১৪৩২

দেওয়ালে মাথা ঠেকিয়ে কাঁদতে চাইতেন প্রীতি, কি ছিল কারন?

বিনোদন ডেস্ক: বলিউড অভিনেত্রী প্রীতি জিনতা সম্প্রতি একটি সাক্ষাৎকারে তার গর্ভাবস্থার দিনগুলোর কথা ভক্ত-অনুরাগীদের মাঝে শেয়ার করেছেন। অভিনেত্রী জানিয়েছেন, কী কী ধরনের সমস্যায় পড়তে হয়েছে এবং কতটা কষ্ট সহ্য করতে হয়েছে।

প্রীতি ২০২১ সালে যমজ সন্তানের মা হন। তবে এর আগে তিনি আইভিএফ করিয়েছিলেন। যে বিষয় সম্পর্কে তিনি নিজের মতপ্রকাশ করেছেন। ৪৯ বছর বয়সী এই অভিনেত্রী ২০১৬ সালে আমেরিকার বাসিন্দা জিন গুডেনাফকে বিয়ে করেছিলেন।

ভারতীয় গণমাধ্যমে এক সাক্ষাৎকারে প্রীতি জানান, অন্য সবার মতো তার জীবনেও অনেক কঠিন দিন এসেছিল। এমন দিন এসেছিল যখন তিনি দেওয়ালে মাথা ঠেকিয়ে কাঁদতে চেয়েছিলেন।

এ অভিনেত্রী বলেন, ‘অন্য সবার মতো আমারও ভালো-খারাপ মিশিয়ে জীবনের বেশকিছু দিন কেটেছে। কখনও কখনও বাস্তব জীবনের কিছু সংগ্রাম, বিশেষ করে যখন কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছিলাম সেই মুহূর্তটা কাটিয়ে ওঠা মুশকিল হয়ে গিয়েছিল। আইভিএফ-এর সেই দিনগুলো ভুলতে পারবো না।’

প্রীতির ভাষ্য, ‘সবসময় হাসিমুখে থাকা এবং সুন্দর থাকা খুবই কঠিন কাজ। মাঝেমধ্যে আমি শুধু দেওয়ালে মাথা ঠেকিয়ে কাঁদতে চাইতাম বা কারও সঙ্গে কথা বলতেও চাইতাম না। সমস্ত অভিনেতাদের জন্যও একটি ভারসাম্যপূর্ণ কাজ এটি।’ এআরএস

© 2026 republicdhaka.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM