সোমবার | ১২ জানুয়ারি, ২০২৬ | ২৮ পৌষ, ১৪৩২

ভক্তদের দুঃসংবাদ দিলেন ব্রিটিশ গায়িকা অ্যাডেল

বিনোদন ডেস্ক: ব্রিটিশ গায়িকা অ্যাডেল দীর্ঘ ক্যারিয়ারে আকাশচুম্বী জনপ্রিয়তা, তুমুল সাফল্য আর অসংখ্য পুরস্কার রয়েছে যার ঝুলিতে। কিন্তু ক্যারিয়ারের এই সুসময়ে হঠাৎ এক দুঃসংবাদ দিলেন এ শিল্পী।

বিরতিতে যাচ্ছেন অ্যাডেল। আর মাত্র কয়েকটা মাস। এরপরই দীর্ঘ ১৬ বছরের ক্যারিয়ারকে স্থগিত রেখে আড়ালে চলে যাবেন এই ব্রিটিশ গায়িকা। জার্মানির মিউনিখে সংগীতসফরে গিয়েছিলেন অ্যাডেল। আগস্ট মাসজুড়ে ১০টি কনসার্টে পারফর্ম করেন। প্রতিটি কনসার্টে ছিল দর্শকের উপচে পড়া ভিড়। বিক্রি হয় ৭ লাখ ৩০ হাজার টিকিট।

‘অ্যাডেল ইন মিউনিখ’ শিরোনামের এ সফরের জন্য মিউনিখে ৭৩ হাজার আসনের একটি অস্থায়ী স্টেডিয়াম তৈরি করা হয়। ৩১ আগস্ট শেষ দিনের কনসার্টেও স্টেডিয়াম ছিল কানায় কানায় পূর্ণ। কিন্তু কনসার্টের শেষ দিকে অ্যাডেল যে এমন ঘোষণা দেবেন, তা কল্পনাতেও ভাবতে পারেননি কেউ।

অ্যাডেল জানিয়েছেন গান থেকে অনির্দিষ্ট সময়ের বিরতিতে যাচ্ছেন তিনি। কণ্ঠকে বিশ্রাম দেয়ার জন্যই এই বিরতি নিচ্ছেন তিনি। শনিবার (৩১ আগস্ট) মিউনিখ কনসার্ট শেষ করে অ্যাডেল ভক্তদের বলেছেন, ‘পারফর্মেন্সে খুব বেশি কমফোর্টেবল নই আমি। তবে আমি বেশ ভালো করেই করি এটা। তিন বছর ধরে মঞ্চে গাওয়ার বিষয়টি বেশ উপভোগও করছি। এত এতটা কখনো করিনি আর করবোও না।’

এরপর এই শিল্পী বলেন, ‘যতদিন বিরতিতে থাকবো, আমি আপনাদেরকে আমার হৃদয়ে ধরে রাখবো। গত তিন বছর ধরে যেসব শো করেছি, সেগুলোর কথা ভাববো। দারুণ কেটেছে সময়গুলো। এখন আমার বিশ্রাম প্রয়োজন। আমি নিজের জন্য নতুন জীবন গড়ার পেছনে গত সাত বছর খরচ করেছি। এখন এই জীবন উপভোগ করার সময়। এই শো-গুলো চিরকাল মনে থাকবে আমার।’ এআরএস

© 2026 republicdhaka.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM