সোমবার | ১২ জানুয়ারি, ২০২৬ | ২৮ পৌষ, ১৪৩২

তুরস্কের ক্লাব গালাতাসারাইতে যোগ দিলেন ওসিমেন

স্পোর্টস ডেস্ক: এবারের গ্রীষ্মকালীন দলবদলে সবচেয়ে বেশি আলোচনায় ছিলেন নাপোলির নাইজেরিয়ান স্ট্রাইকার ভিক্টর ওসিমেন। গত ডিসেম্বরে ক্লাবটির সঙ্গে চুক্তির মেয়াদ বাড়ানোর পরের মাসেই নাপোলি ছাড়ার ঘোষণা দেন ওসিমেন। নাপোলির প্রেসিডেন্ট জানিয়েছিলেন, মৌসুম শেষে ক্লাব ছাড়বেন তিনি। তবে ওসিমেনের রিলিজ ক্লজ ১৩০ মিলিয়ন ইউরো, যা ইউরোপের যেকোনো ক্লাবের পক্ষেই তা অতিরিক্ত। শেষ পর্যন্ত দলবদলের শেষ দিনে তুর্কিশ ক্লাব গালাতাসারাইতে ধারে যোগ দিয়েছেন এই নাইজেরিয়ান স্ট্রাইকার।

গ্রীষ্মকালীন দলবদলের শুরু থেকেই আলোচনায় ছিলেন নাপোলির স্ট্রাইকার ভিক্টর ওসিমেন। তাকে প্রথমে কিনতে আগ্রহ ছিল চেলসি ও পিএসজি। তবে তার রিলিজ ক্লজের জন্য শেষ পর্যন্ত মুখ ফিরিয়ে নেয় ইউরোপের দুই জায়ান্ট ক্লাব।

এদিকে অবশ্য ওসিমেনের ১৩০ মিলিয়ন ইউরোর রিলিজ ক্লজ দিয়ে তাকে দলে নিতে রাজি ছিল সৌদি ক্লাব আল হিলাল। তবে ওসিমেন সাফ জানিয়ে দিয়েছেন, এখনই ইউরোপ ছাড়তে চান না তিনি। যার কারণে আল হিলালের প্রস্তাব ফিরিয়ে দেন তিনি। তবে দলবদলের শেষ দিনেও কোন ক্লাব তাকে কিনতে আগ্রহ না দেখালে, শেষ পর্যন্ত তুর্কি ক্লাব গালাতাসারাইতে ধারে যোগ দেন ওসিমেন।

সোমবার (২ সেপ্টেম্বর) ইতালির সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো নিশ্চিত করেন, গালাতাসারাইতে ধারে যোগ দিয়েছেন ওসিমেন। তার পাশাপাশি ওসিমেন জানিয়েছেন, তিনি গালাতাসারাইতে শুধু ধারেই খেলবেন। তাকে কেনার কোন সুযোগ থাকবে না ক্লাবটির। এছাড়াও, নাইজেরিয়ান এই স্ট্রাইকার নাপোলিকে জানিয়েছেন তার রিলিজ ক্লজের পরিমাণ কমিয়ে আনতে। যেন আগামী জানুয়ারির দলবদলে তাকে ইউরোপের কোন বড় ক্লাব কিনতে পারে।

চলতি মৌসুমের শুরুতে নাপোলির নতুন কোচ হন অ্যান্তনিও কন্তে। ক্লাবের দায়িত্ব নেয়ার পরই তার প্রথম পছন্দ ছিল চেলসির স্ট্রাইকার রোমেলু লুকাকু। আর কন্তের পরিকল্পনায় যে ওসিমেন নেই তাও জানিয়ে দিয়েছেন। শেষ পর্যন্ত লুকাকু চেলসি ছেড়ে নাপোলিতে যোগ দেয়ার পর নিশ্চিত হয় ওসিমেনের ক্লাব ছাড়া। শেষ পর্যন্ত ধারে তুর্কি ক্লাবটিতে যোগ দিলেন ওসিমেন। যদিও প্রথম থেকেই তিনি বলে আসছিলেন, ধারে কোথাও খেলতে আগ্রহী নন ২৫ বছর বয়সি এই স্ট্রাইকার।

একে

© 2026 republicdhaka.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM