সোমবার | ১২ জানুয়ারি, ২০২৬ | ২৮ পৌষ, ১৪৩২

বেবিবাম্প নিয়ে প্রকাশ্যে দীপিকা

বিনোদন ডেস্ক: অবশেষে জল্পনার অবসান ঘটলো। সারোগেসি পদ্ধতিতে নয়, নিজের গর্ভেই প্রথম সন্তান ধারণ করেছেন বলিউড অভিনেত্রী দীপিকা পাডুকোন। সম্প্রতি বেবিবাম্প নিয়ে প্রকাশ্যে এসে সকল গুঞ্জনে জল ঢেলেছেন রণবীরপত্নী।

গতকাল সোমবার সন্ধ্যায় ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে বেবিবাম্পের বেশ কিছু ছবি প্রকাশ করেছেন অভিনেত্রী। এসময় তার পাশে দেখা গেছে অভিনেতা স্বামী রণবীর সিংকে। দুজনে মিলে বিভিন্ন পোজে ফটোশুট করেছেন। সাদা-কালো ছবিতে কয়েকটি পোশাকে দেখা গেছে দীপিকাকে। অনাগত সন্তানকে নিয়ে একফ্রেমে হাসিমুখে ধরা দিয়েছেন বলিউডের পাওয়ার কাপল।

ছবিগুলি প্রকাশ্যে আসার পরেই অনুরাগীরা দম্পতিকে ভালবাসায় ভরিয়ে দিয়েছেন। মালাইকা আরোরা, বিপাশা বসু, ওরি-সহ একাধিক বলিউড তারকা দীপিকাকে শুভেচ্ছা জানিয়েছেন।

জানা গেছে, চলতি মাসের ২৮ সেপ্টেম্বর দীপিকা তার প্রথম সন্তানের জন্ম দিতে চলেছেন। দক্ষিণ মুম্বাইয়ের এক বেসরকারি হাসপাতালে দীপিকা ভর্তি হবেন বলেও জানা গেছে।

যদিও প্রথম দিকে শোনা গিয়েছিল, সন্তান জন্ম দেওয়ার আগেই দীপিকা ও রণবীর পৌঁছাবেন লন্ডনে। সেখানেই এক হাসপাতালে সন্তানের জন্ম দেবেন অভিনেত্রী। তবে আপাতত আর তেমনটা হচ্ছে না। নিজের প্রথম সন্তানকে ভারতের মাটিতেই স্বাগতম জানাতে চলেছেন এই দম্পতি।

একে

© 2026 republicdhaka.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM