সোমবার | ১২ জানুয়ারি, ২০২৬ | ২৮ পৌষ, ১৪৩২

দীপিকা মা হচ্ছেন কবে?

বিনোদন প্রতিবেদক: প্রথমবারের মতো মা-বাবা হতে চলেছেন দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং। এই তারকা দম্পতির ঘরে চলতি মাসেই নতুন অতিথি আসার কথা। দীপিকা কবে মা হচ্ছেন—এটা নিয়ে ভক্ত-অনুসারীদের জল্পনার শেষ নেই। ভারতীয় গণমাধ্যম নিউজ ১৮ এক প্রতিবেদনে দীপিকার সন্তানের জন্ম নেওয়ার সম্ভাব্য তারিখ প্রকাশ করেছে।

বেশ কিছুদিন আগের এক সাক্ষাৎকারে দীপিকা পাড়ুকোন জানিয়েছিলেন, তিনি সুখী সংসারের জন্য প্রয়োজনে অভিনয়ও ছাড়তে পারেন। তাই মা হওয়ার পর প্রয়োজনে অভিনয় ছাড়ার কথাও ভাবতে পারেন বলে জানিয়েছিলেন।

দীপিকার কথায়, তিনি বাচ্চা ভালোবাসেন, অনেকগুলো বাচ্চা চান বলেও জানিয়েছিলেন।

চলতি বছরের ফেব্রুয়ারিতে অনুরাগীদের এ সুখবর শুনিয়েছিল ‘দীপবীর’ জুটি। তার পর থেকেই দীপিকা-রণবীরের সন্তানের অপেক্ষায় রয়েছেন অনুরাগীরা। আর এবার শুভক্ষণ আসন্ন। কিন্তু কবে আসছে দীপিকা-রণবীরের প্রথম সন্তান?

মুম্বাইয়ের এক হাসপাতালে সন্তানের জন্ম দিতে চলেছেন দীপিকা পাড়ুকোন। অভিনেত্রী আপাতত হবু সন্তানের জন্য নার্সারি তৈরি করতে ব্যস্ত। দীপিকা কাজ থেকে বিরতি নিয়ে এই সময়টা বেশ উপভোগই করছেন বলে জানিয়েছেন তিনি।

ওই ব্যক্তি নিউজ ১৮-কে আরও জানিয়েছেন, দীপিকা মাতৃত্বকালীন ছুটি কাটিয়ে ২০২৫ সালেই কাজে ফিরবেন। প্রয়োজনে এই ছুটি নতুন বছরের মার্চ পর্যন্ত বাড়তে পারে।

আইএফ

 

© 2026 republicdhaka.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM