শুক্রবার | ১৬ জানুয়ারি, ২০২৬ | ২ মাঘ, ১৪৩২

সাধারণ আনসার সদস্যদের কাজে যোগদানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশ

মারুফ হাসান: সাধারণ আনসার সদস্যদের অনতিবিলম্বে কর্মস্থলে যোগদানের নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
রোববার (১ সেপ্টেম্বর) মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার ফয়সল হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সাধারণ আনসার সদস্যদের দাবি-দাওয়ার বিষয়ে আন্দোলনকারীদের সমন্বয়ে উচ্চ পর্যায়ের কমিটির মাধ্যমে যৌক্তিক ও গ্রহণযোগ্য সমাধানের প্রক্রিয়া শুরু হয়েছে।
প্রসঙ্গত, আগস্টে চাকরি স্থায়ীর দাবিতে আন্দোলন শুরু করে সাধারণ আনসার সদস্যরা। গত ২২ আগস্ট তিনদিনের কর্মবিরতি ঘোষণা করে তারা। গত ২৫ আগস্ট দিনভর সচিবালয় ঘেরাও করে রাখেন আনসার সদস্যরা। একপর্যায়ে রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের সাথে তাদের সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে শিক্ষার্থীসহ শতাধিক আহত হয়।

© 2026 republicdhaka.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM