সোমবার | ১২ জানুয়ারি, ২০২৬ | ২৮ পৌষ, ১৪৩২

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার মধতে ভারসাম্য আনতে হবে: জাতীয় পার্টি

নিজস্ব প্রতিবেদক: রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার মধতে ভারসাম্য আনতে হবে বলে অন্তর্বর্তী সরকারকে জানিয়েছে জাতীয় পার্টি (জাপা)।
শনিবার (৩১ আগস্ট) রাতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের একথা জানান জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু।
চুন্নু বলেন,দেশের প্রশাসন বিচার বিভাগ এবং সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে নির্বাচিত সরকার হলে সেই কাজগুলো করতে চায় না। আমাদের চেয়ারম্যান বলেছেন, তারা অন্তর্বর্তী সরকার জনগনের অকুণ্ঠ সমর্থণ আছে। দেশের মানুষ আশা করে আপনারা কাজগুলো করবেন। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার মধ্যে ভারসাম্য আনতে হবে।
সংসদ নেতা যেন প্রধানমন্ত্রী না হন সে দাবি তুলে তিনি বলেন, দুইবারের বেশি প্রধানমন্ত্রী না হতে পারে। আইন- শৃঙ্খলা পরিস্থিতি যাতে আরো উন্নত হয়।
জনগনের কাছ থেকে যে দাবি সেসব সংস্কার করার পরামর্শ দিয়ে এই জাতীয় পার্টি নেতা বলেন, সংস্কার করে তারপর নির্বাচন। যেটুকু সময় লাগে সেটুকু সময়ে জাতীয় পার্টি সমর্থন করে।
সংবিধান অনুযায়ী যতগুলো নির্বাচন হয়েছে সেসব নির্বাচনে জাতীয় পার্টি অংশ নিয়েছে জানিয়ে তিনি বলেন, ভালো নির্বাচন হলে নির্বাচিত সরকার যে ভালো কাজগুলো করবেন সেটা অনেক সময় করে না।
দেশের স্বাধীনতার পর থেকে যারাই ক্ষমতায় এসেছে তারাই কম বেশি ভুল-ত্রুটি করেছে বলে দাবি করেন চুন্নু। তিনি বলেন, আমাদের অনেক ভুল ত্রুটি আছে। যেটুকু সময় প্রয়োজন সেটুকু দেওয়া হবে।

© 2026 republicdhaka.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM