সোমবার | ১২ জানুয়ারি, ২০২৬ | ২৮ পৌষ, ১৪৩২

‘প্রেগন্যান্সি বাইবেল’ ধর্মীয় আবেগে আঘাতের অভিযোগে মামলা কারিনা বিরুদ্ধে

বিনোদন ডেস্ক:  ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগ এনে মামলা হয়েছে কারিনা কাপুরের বিরুদ্ধে। অভিযোগের সূত্রপাত অভিনেত্রীর লেখা বই ‘প্রেগন্যান্সি বাইবেল’ থেকে। আইনজীবী ক্রিস্টোফার অ্যান্টনি মনে করেন, বইয়ের নামটির মাধ্যমে ধর্মীয় আবেগে আঘাত হেনেছেন অভিনেত্রী। সেই বিষয়ে মুখ খুললেন অভিনেত্রী।
গত মে মাসে মধ্যপ্রদেশ হাইকোর্টে ক্রিস্টোফার অ্যান্টনি কারিনার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। যার মাধ্যমে ‘প্রেগন্যান্সি বাইবেল’-এর ওপরেও নিষেধাজ্ঞা দাবি করেন তিনি। এই বইয়ের নাম খ্রিস্ট ধর্মের ভাবাবেগে আঘাত করছে বলে অভিযোগ।
এদিকে এমন অভিযোগের বিপরীতে কারিনা এরমধ্যে আইনি জবাবও দিয়েছেন। তার আইনজীবী দিব্যা কৃষ্ণা বিল্লাইয়া ও নিখিল ভট্টের মাধ্যমে জানিয়েছেন, ধর্মীয় ভাবাবেগে আঘাত করার কোনও উদ্দেশ্য ছিল না তার। মধ্যপ্রদেশ হাইকোর্টে এই মামলার পরবর্তী শুনানি হবে আগামী ১৯ সেপ্টেম্বর।
আইনজীবী তথা সমাজকর্মী ক্রিস্টোফার অ্যান্টনি দাবি, ‘খ্রিস্ট ধর্মাবলম্বীদের জন্য বাইবেল সবচেয়ে পবিত্র বই। কারিনার অন্তঃসত্ত্বা অবস্থার সঙ্গে এর তুলনা টানা মোটেই ঠিক হয়নি।’
এদিকে কারিনা তার বই সম্পর্কে জানিয়েছিলেন, সন্তানধারণের অভিজ্ঞতা এবং তা নিয়ে এই বই লেখার সফর তার কাছে এক বিশেষ সফর হয়ে থাকবে। তার ভাষায়, ‘এই সময়টা ভালো-খারাপ মিলিয়ে কাটে। কোনও দিন আমি কাজে যাওয়ার জন্য ব্যস্ত হয়ে উঠতাম। কোনও দিন আবার বিছানা থেকে উঠতেও আমার কষ্ট হতো। এই সময়ে শারীরিকভাবে ও মানসিকভাবে যে অভিজ্ঞতা হয়েছে, তা নিয়েই লেখা এই বই।’

© 2026 republicdhaka.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM