শনিবার | ১০ জানুয়ারি, ২০২৬ | ২৬ পৌষ, ১৪৩২

পিরোজপুর-১ আসনে সাঈদীপুত্র মাসুদের প্রতিদ্বন্দ্বী হচ্ছেন কে?

জেলা প্রতিনিধি, পিরোজপুর: সারা দেশের ন্যায় নির্বাচনি হাওয়া বইছে বরিশালের পিরোজপুরেও। বরিশালের পাঁচ আসনের মধ্যে পিরোজপুর-১ আসন একটি। আসনটি জিয়ানগর-সদর-নাজিরপুর এলাকা নিয়ে গঠিত। শোনা যাচ্ছে, বিএনপি এ আসনটি জোট বা সমমনা দলের কাউকে ছাড় দেবে।
পিরোজপুর-১ (জিয়ানগর-সদর-নাজিরপুর): এ আসনে জামায়াতের প্রার্থী প্রয়াত দেলাওয়ার হোসাইন সাঈদীর ছেলে মাসুদ সাঈদী। এখানে বিএনপির মনোনয়ন চাইছেন জেলা আহ্বায়ক নজরুল ইসলাম খান, সাবেক আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন ও দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য এলিজা জামান। আলোচনায় রয়েছেন—আসনটি জাতীয় পার্টির (জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দারকে দিতে পারে বিএনপি।
জিয়ানগরের বাসিন্দা আল আমিন খান বলেন, ‘হতে পারে যে উনি (মোস্তফা) জাতীয় নেতা। কিন্তু এলাকার কতজন ওনাকে চেনে?’ নাজিরপুরের বাসিন্দা গোলাম মাহমুদ বলেন, ‘আমাদের এখানে তো জাতীয় পার্টির (জাফর) কোনো কর্মকাণ্ডই নেই। কারা এখানে উনার কর্মী-সমর্থক- তাইতো চিনি না।’
পিরোজপুর পৌর এলাকার আলী নেওয়াজ বলেন, ‘এমন হতে পারে যে, উনি বিএনপির আশায় ভোট করতে আসবেন। কিন্তু দলীয় প্রার্থী না থাকলে স্থানীয় বিএনপি তার পক্ষে কতটুকু থাকবে, তাই নিয়ে সন্দেহ আছে। শেষ পর্যন্ত দেখা যাবে জিতে গেছে জামায়াত।’
জেলা বিএনপির সদস্যসচিব সাইদুল ইসলাম কিসমত বলেন, ‘আমাদের নিশ্চিত বিজয়ের আসন কেন অন্যদের ছাড়া হবে? ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় অবশ্যই ভেবেচিন্তে সিদ্ধান্ত নেবেন।’ জোটকে দেওয়া হলে জেতার সম্ভাবনা প্রশ্নে তিনি বলেন, ‘পুরো বিষয়টাই তখন অনিশ্চিত হয়ে যাবে।’

© 2026 republicdhaka.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM