শনিবার | ১০ জানুয়ারি, ২০২৬ | ২৬ পৌষ, ১৪৩২

চ্যাম্পিয়ন্স ট্রফিতে মিরাজই বাংলাদেশের সহ-অধিনায়ক

স্পোর্টস ডেস্ক: সহ-অধিনায়ক ছাড়াই চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াড ঘোষণা করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। গতকাল বিসিবি সভাপতি ফারুক আহমেদের কাছে এ ব্যাপারে জানতে চাওয়া হলে তিনি বলেছিলেন, ‘এটা খেয়াল ছিল না। কাল (আজ) সহ-অধিনায়ক ঘোষণা করে দেব।’
এবার নাজমুল হোসেন শান্তর ডেপুটি চূড়ান্ত করলো তারা। প্রত্যাশিতভাবে মেহেদী হাসান মিরাজকে সহ-অধিনায়কত্ব দেওয়া হয়েছে। পুরো আসরজুড়ে অধিনায়ক নাজমুল হোসেন শান্তর ডেপুটি হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বিবৃতিতে বিসিবি জানায়, ‘বাংলাদেশ ক্রিকেট বোর্ড মেহেদী হাসান মিরাজকে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫ এর জন্য সহ-অধিনায়ক হিসেবে মনোনীত করেছে। ২৭ বছর বয়সী এই অলরাউন্ডার বাংলাদেশের হয়ে ১০৩টি ওয়ানডে খেলেছেন এবং সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজ সফরে অধিনায়ক নাজমুল হোসেন শান্তর অনুপস্থিতিতে ওয়ানডে দলকে নেতৃত্ব দিয়েছেন।’
এছাড়া চ্যাম্পিয়নস ট্রফির স্কোয়াডে না থাকলেও দলের সঙ্গে দুবাই যাবেন দুই টাইগার পেসার হাসান মাহমুদ ও খালেদ আহমেদ। টুর্নামেন্ট শুরু হলে ২০ ফেব্রুয়ারি দেশে ফিরে আসবেন তারা দুজন। বিবৃতিতে বলা হয়েছে, ‘পেসার হাসান মাহমুদ ও খালেদ আহমেদ অনুশীলনের জন্য দলের সঙ্গে দুবাই যাবেন।’
আগামী ২০ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে চ্যাম্পিয়নস ট্রফির নবম আসর শুরু করবে বাংলাদেশ। এ ছাড়া ২৪ ফেব্রুয়ারি নিউজিল্যান্ড এবং ২৭ ফেব্রুয়ারি স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে গ্রুপ পর্ব শেষ করবে লাল-সবুজের প্রতিনিধিরা।

© 2026 republicdhaka.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM