সোমবার | ১২ জানুয়ারি, ২০২৬ | ২৮ পৌষ, ১৪৩২

গরু চুরি করে ভূরিভোজ, এবার মহিলা দলের নেত্রীকে ইতিকে অব্যাহতি

জেলা প্রতিনিধি, জামালপুর: গরু চুরি করে ভূরিভোজের আয়োজন করায় বিএনপি নেতা মাহমুদুল হাসান মুক্তা চৌধুরীকে বহিষ্কারের পর এবার তার স্ত্রী লায়লা খাতুন ইতিকে মহিলা দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। গত রোববার (১৩ জানুয়ারি) রাতে এক চিঠিতে তাকে অব্যাহতি দেওয়ার বিষয়টি জানানো হয়।
বিএনপি নেতা মাহমুদুল হাসান মুক্তা চৌধুরীর স্ত্রী লায়লা খাতুন ইতি জেলা মহিলা দলের অর্থ বিষয়ক সম্পাদকের দায়িত্বে ছিলেন।
লায়লা খাতুন ইতিকে পাঠানো জেলা মহিলা দলের দপ্তর সম্পাদক সুলতানা বেগম স্বাক্ষরিত বার্তায় উল্লেখ করেন, দলের ভাবমূর্তি ও মর্যাদা ক্ষুণ্নের সুনির্দিষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে আপনাকে মহিলা দলের অর্থ বিষয়ক সম্পাদক পদ থেকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হলো। একই সঙ্গে কেন আপনাকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না, এই মর্মে আপনার বক্তব্য জেলা মহিলা দলের সভাপতি ও সাধারণ সম্পাদকের নিকট উপস্থাপনের জন্য নির্দেশ দেওয়া হলো।
প্রসঙ্গত, গত শনিবার নারী সমাবেশের আয়োজন করে মাদারগঞ্জ উপজেলা বিএনপি। ওই নারী সমাবেশে ভূরিভোজের আয়োজন করেন আদারভিটা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান মুক্তা চৌধুরী এবং তার স্ত্রী জেলা মহিলা দলের অর্থ ও গবেষণা বিষয়ক সম্পাদিকা লায়লা খাতুন ইতি।
এদিকে গত শুক্রবার দিবাগত রাতে উপজেলার জোরখালীর খামার মাগুরা গ্রামের কৃষক এফাজ উদ্দিনের গোয়ালঘর থেকে একটি ষাঁড় গরু চুরি হয়। এফাজ মন্ডল খোঁজাখোঁজির একপর্যায়ে পার্শ্ববর্তী দক্ষিণ কয়ড়া গ্রামের আদারিভিটা ইউনিয়নের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান মুক্তা চৌধুরীর বাড়িতে জবাইকৃত গরুর চামড়া দেখে তার গরুটি শনাক্ত করেন। পরে স্থানীয় লোকজন পুলিশের সহায়তায় গরুর চামড়া ও ২০ কেজি মাংসসহ সুমন মিয়া (৪০) ও কসাই বজলুর রহমানকে (৩৫) আটক করে।
এ ঘটনায় শনিবার বিকেলে গরুর মালিক এফাজ মন্ডল বাদী হয়ে মাদারগঞ্জ থানায় মাহমুদুল হাসান মুক্তা চৌধুরীসহ ১২ জনের নাম উল্লেখ করে ও নামপরিচয়হীন ৭-৮ জনকে আসামি করে মামলা করেন।

© 2026 republicdhaka.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM