রবিবার | ১১ জানুয়ারি, ২০২৬ | ২৭ পৌষ, ১৪৩২

শাহরুখ-সালমানদের দেহরক্ষীর বেতন নিয়ে মুখ খুললেন ইউসুফ

বিনোদন ডেস্ক: বলিউডের তারকাদের নিরাপত্তা প্রদানের কাজের সঙ্গে দীর্ঘদিন ধরেই যুক্ত আছেন ইউসুফ ইব্রাহিম। শাহরুখ খান, আলিয়া ভাট, বরুণ ধাওয়ান এবং রণবীর কাপুরের মতো তারকাদের নিরাপত্তা প্রদান করে আসছেন তিনি। সম্প্রতি সিদ্ধার্থ কান্ননের সঙ্গে আলাপচারিতায় তিনি কথা বললেন বলিউডের দেহরক্ষীদের বেতন নিয়ে।

আদৌ শাহরুখ খানের দেহরক্ষী রবি সিং কি বছরে ২ কোটি ৭০ লাখ রুপি আয় করেন? সালমান খানের দেহরক্ষী শেরার আয় কি বছরে সত্যি বছরে ২ কোটি রুপি- এমন প্রশ্নের জবাবে ইউসুফ বলেন, ‘দেখুন, আমি আপনাকে বলেছিলাম, আমরা জানি না যে কে কত টাকা উপার্জন করছে। মনে হয় না এত হবে।’

ইউসুফ জানান, রবি আগে তার কোম্পানিতে কাজ করতেন। তবে ইউসুফ যেহেতু শাহরুখ খানকে সম্পূর্ণ সময় দিতে পারতেন না তাই তিনি রবিকে নিয়োগ করেন কিং খানের নিরাপত্তার দায়িত্বে। এরপর ইউসুফের চাকরি ছেড়ে শাহরুখ খানের ব্যক্তিগত কর্মী হিসেবে কাজ শুরু করেন রবি। মজার ব্যাপার হল, ইউসুফও কেরিয়ার শুরু করেছিলেন শাহরুখের নিরাপত্তার দায়িত্ব হাতে নেওয়ার মাধ্যমে।

একই কথোপকথনে সালমান খানের দেহরক্ষী শেরার প্রতি বছর ২ কোটি রুপি বেতন সম্পর্কে জানতে চাইলে ইউসুফ বলেন, সালমান খানের নিরাপত্তারক্ষী শেরার নিজস্ব ব্যবসা রয়েছে। তার নিজস্ব নিরাপত্তা সংস্থাও রয়েছে। আমার মনে হয়, তার একাধিক ব্যবসায় এটা সম্ভব যে তিনি বছরে এই পরিমাণ অর্থ উপার্জন করে।

এর আগে গুজব ছড়িয়েছিল, অক্ষয় কুমারের দেহরক্ষী শ্রেয়সে থেলে প্রতি বছর ১ কোটি ২০ লাখ রুপি পান। ইউসুফ বলেন, আমার কাছে এই ব্যাপারেও কোনো তথ্য নেই।

নিজের প্রসঙ্গে ইউসুফ জানান, বেশিরভাগ তারকা দেহরক্ষীদের প্রায় ২৫ হাজার থেকে ১ লক্ষ রুপি পর্যন্ত বেতন দিয়ে থাকেন। তবে সঙ্গে সেলেবরা প্রয়োজনীয় ব্যয় যেমন মেডিকেল বিল এবং শিশুদের স্কুল ফির দায়িত্বও নেয়। এখানেই শেষ নয়, কিছু তারকা পুরোপুরি নির্ভর করেন তার ব্যক্তিগত নিরাপত্তার দায়িত্বে থাকা মানুষটার ওপর। তখন সম্পর্কে আর পেশাদার থাকে না। তবে এসব ক্ষেত্রে বেতন থেকে শুরু করে পাওয়া সমস্ত সুযোগ-সুবিধা গোপনই রাখা হয়। সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস ও হিন্দুস্থান টাইমস।

© 2026 republicdhaka.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM