রবিবার | ১১ জানুয়ারি, ২০২৬ | ২৭ পৌষ, ১৪৩২

হেলস-তামিম দ্বন্দ্বে সাজা পেলেন শুধুই তামিম

স্পোর্টস ডেস্ক: ফরচুন বরিশালের ১৯৮ রান তাড়া করে বৃহস্পতিবার ৩ উইকেটের জয় পেয়েছে রংপুর রাইডার্স। স্নায়ুক্ষয়ী ম্যাচের পর তামিম ইকবাল ও অ্যালেক্স হেলসের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়। খেলোয়াড়দের সৌহার্দ্য বিনিময়ের সময় তামিম ইকবালকে ব্যাঙ্গ করেন হেলস। রেগে হেলসের দিকে তেড়ে যেতে দেখা যায় তামিমকে।

ওমন আক্রমণাত্মক আচরণ করে অভিজ্ঞ ক্রিকেটার তামিম সাজা পেয়েছেন। তাকে একটি ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছে এবং সতর্ক করা হয়েছে। তবে ম্যাচ ফি কাটা হয়নি। ম্যাচ রেফারি নিয়ামুর রশিদ রাহুল জানিয়েছেন, তামিম তার বিরুদ্ধে আনীত অভিযোগ মেনে নেওয়ায় আলাদা করে শুনানির দরকার পড়েনি।

যদিও ভিডিও থেকে দেখা গেছে, অনাকাঙ্খিত ঘটনার শুরু অ্যালেক্স হেলসের দিক থেকে। তার আপত্তিকর আচরণ থেকে। ম্যাচ শেষ হতেই তিনি তামিমের দিকে অশোভচ অঙ্গভঙ্গি করেন। এরপর হাত মেলানোর সময় তিনি নাকি তামিমকে ব্যঙ্গ করেন। উত্তেজিত তামিম তখন হেলসকে লক্ষ্য করে বলেন, ‘এমন করছো কেন? কিছু বলার থাকলে মুখে বলো। বি আ ম্যান।’

হেলস পাল্টা কিছু বললে তামিম আক্রমণাত্মকভাবে ইংলিশ ওপেনারের দিকে তেড়ে যেতে চান। দলের অন্যরা তখন তামিম ও হেলসকে আটকান। এ ঘটনায় হেলস বেসরকারি টেলিভিশন চ্যানেল ২৪’কে বলেন, ‘২০২১ সালে বিয়ার পানের কারণে আমি ৩ সপ্তাহ নিষিদ্ধ ছিলাম। তামিম ওই প্রসঙ্গ টেনে আমাকে ব্যক্তিগত আক্রমণ করেন। এটি সত্যিই লজ্জার।’

© 2026 republicdhaka.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM