সোমবার | ১২ জানুয়ারি, ২০২৬ | ২৮ পৌষ, ১৪৩২

‘অলওয়েদার সড়কের ফলে সৃষ্ট সমস্যা সমাধানের চেষ্টা করা হবে’

কিশোরগঞ্জ প্রতিনিধি: অন্তর্বর্তীকালীন সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, ‘‘অন্তর্বর্তী সরকার ঢাকায় বসে কোনো পরিকল্পনা করবে না। মানুষের সঙ্গে কথা বলে তারা যেটা চায় সেটাই আমরা করব।’’

শনিবার (২১ ডিসেম্বর) দুপুরে কিশোরগঞ্জের ইটনা উপজেলার বিভিন্ন উন্নয়নকাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

এ সময় হাওরের আলোচিত অলওয়েদার সড়ক প্রসঙ্গে ফাওজুল কবির খান বলেন, ‘‘এই সড়কের ফলে সৃষ্ট অসুবিধাগুলো সমাধানের চেষ্টা করা হবে। সড়ক নির্মাণের ফলে ফসলি জমিতে বালু ও আগাছা জন্মানো প্রতিরোধেও কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।’’

সাম্প্রতিক বছরগুলোতে ঘন ঘন বন্যার প্রকোপ নিয়ে তিনি বলেন, ‘‘নদী নিয়মিত ড্রেজিং না হওয়ায় পলি জমার কারণে বন্যা হচ্ছে। এ ব্যাপারে পানি সম্পদ মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’’

এর আগে, সকালে কিশোরগঞ্জ থেকে সড়কপথে ইটনা উপজেলায় আসেন তিনি। তার আগে, গতকাল রাতে ট্রেনযোগে কিশোরগঞ্জে আসেন উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। সফর শেষে আজ বিকেলে ট্রেনযোগে ঢাকায় ফিরে যাওয়ার কথা রয়েছে তার।

© 2026 republicdhaka.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM