সোমবার | ১২ জানুয়ারি, ২০২৬ | ২৮ পৌষ, ১৪৩২

ব্রাহ্মণবাড়িয়ায় মরিচের পতাকা, শস্যে মানচিত্র

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: কাচা ও শুকনো মরিচ দিয়ে বানানো জাতীয় পতাকা। সোমবার ব্রাহ্মণবাড়িয়া উপজেলা পরিষদের বিজয় মেলায়।

সব ভিড় যেন একদিকে। একজন দেখে গিয়ে আরেকজনকে বলছেন, “বাঃ কি সুন্দর! ওঃ দারুণ তো!” এমন সব আলোচনা। এক মুখ থেকে আরেক মুখ। আলোচনা মরিচ দিয়ে বানানো জাতীয় পতাকা ও বিভিন্ন শস্য দানা দিয়ে তৈরি বাংলাদেশের মানচিত্র নিয়ে।

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা পরিষদ মাঠে বিজয় মেলার কৃষি অফিসের স্টলে চোখে পড়ে এমন পতাকা ও মানচিত্র, যা দেখতে ভিড় জমাচ্ছেন মেলায় আসা মানুষ। উপজেলা প্রশাসন এই মেলার আয়োজন করেছে।

শস্যদানা দিয়ে বানানো মানচিত্র। সোমবার ব্রাহ্মণবাড়িয়া উপজেলা পর্যিষদের বিজয় মেলায়।বিভিন্ন শস্যদানা দিয়ে বানানো বাংলাদেশের মানচিত্র। সোমবার ব্রাহ্মণবাড়িয়া উপজেলা পরিষদে বিজয় মেলায়।

সোমবার বেলা ১১টার দিকে মেলার উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) গাজালা পারভীন রুহি। মেলায় মোট ২০টি স্টল বসেছে। এর মধ্যে কৃষি অফিসের স্টল সবার দৃষ্টি কাড়ে।

স্টল দেখে আসা আখাউড়া প্রেস ক্লাবের সভাপতি মো. মানিক মিয়া বলেন, “এটি একটি ব্যতিক্রম আয়োজন। এর মধ্য দিয়ে শস্য শ্যামলা দেশকে চেনা যায়।”

উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান বলেন, “কাঁচা মরিচ দিয়ে পতাকার সবুজ অংশ ও শুকনো মরিচ দিয়ে পতাকার লাল অংশ তৈরি করা হয়েছে। আর মানচিত্র তৈরি করা হয়েছে ধান, গম, সরিষা, ভুট্টাসহ বিভিন্ন শস্য দিয়ে। যে বিভাগে সে শস্য বিখ্যাত, সেই বিভাগকে ওই শস্য দিয়ে চিহ্নিত করা হয়েছে।”

উপজেলা কৃষি কর্মকর্তা তানিয়া তাবাসসুম বলেন, “আমরা চেষ্টা করেছি ফসলের মাধ্যমে দেশকে চেনানোর। এর মাধ্যমে বিজয়ের তাৎপর্যও তুলে ধরা হয়েছে।”

© 2026 republicdhaka.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM