সোমবার | ১২ জানুয়ারি, ২০২৬ | ২৮ পৌষ, ১৪৩২

মুক্তিযুদ্ধভিত্তিক আলোচিত ৬ সিনেমা

বিনোদন ডেস্ক: ১৯৭১ সালে দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধ শেষে বীর বাঙালিরা ছিনিয়ে আনে বাংলাদেশের স্বাধীনতা। পরবর্তীতে বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার ইতিহাস নিয়ে নির্মিত হয়েছে বেশ কিছু সিনেমা। মুক্তিযুদ্ধভিত্তিক আলোচিত ৬ সিনেমা নিয়ে এই প্রতিবেদন।

ওরা ১১ জন
১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের পটভূমিতে নির্মিত প্রথম সিনেমা ‘ওরা ১১ জন’। এটি নির্মাণ করেন চাষী নজরুল ইসলাম। চিত্রনায়ক সোহেল রানা (পারভেজ ফিল্মস) প্রযোজিত সিনেমাটি ১৯৭২ সালের ১১ আগস্ট মুক্তি পায়। বিভিন্ন চরিত্রে অভিনয় করেন— রাজ্জাক, শাবানা, নূতন, খসরু, সৈয়দ হাসান ইমাম, খলিলউল্লাহ খান, সুমিতা দেবী, রওশন জামিল, এটিএম শামসুজ্জামান প্রমুখ। মুক্তির বক্স অফিসেও দারুণ সাড়া ফেলেছিল এটি।

আলোর মিছিল
নারায়ণ ঘোষ মিতা নির্মাণ করেন মুক্তিযুদ্ধভিত্তিক সিনেমা ‘আলোর মিছিল’। ১৯৭৪ সালের ২৫ জানুয়ারি মুক্তি পায় সিনেমাটি। এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেন— ফারুক আহমেদ, ববিতা, রাজ রাজ্জাক, সুজাতা, আনোয়ার হোসেন, রোজী আফসারী প্রমুখ।

আগুনের পরশমণি
মুক্তিযুদ্ধের পটভূমিতে নির্মিত আরেকটি সিনেমা ‘আগুনের পরশমণি’। এটি নির্মাণ করেন প্রয়াত কথাসাহিত্যিক, নাটক ও চলচ্চিত্র নির্মাতা হুমায়ূন আহমেদ। ১৯৯৪ সালে মুক্তি পায় এটি। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন— আসাদুজ্জামান নূর, বিপাশা হায়াত, আবুল হায়াত, ডলি জহুর, হুমায়ূনকন্যা শিলা আহমেদ, দিলারা জামান, সালেহ আহমেদ প্রমুখ। সরকারি অনুদানে নির্মিত এই সিনেমা আটটি বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করে।

শ্যামল ছায়া
মুক্তিযুদ্ধের পটভূমিতে হুমায়ূন আহমেদ নির্মাণ করেন আরেকটি সিনেমা ‘শ্যামল ছায়া’। ২০০৪ সালের ১৬ ডিসেম্বর মুক্তি পায় এটি। সিনেমাটিতে প্রয়াত কিংবদন্তি অভিনেতা হুমায়ূন ফরীদি মুক্তিযোদ্ধার চরিত্রে অভিনয় করেন। তা ছাড়াও সিনেমাটির বিভিন্ন চরিত্র রূপায়ন করেন— রিয়াজ, মেহের আফরোজ শাওন, স্বাধীন খসরু, শিমুল, চ্যালেঞ্জার, ফারুক আহমেদ, ডা. এজাজ, তানিয়া আহমেদ প্রমুখ।

হাঙ্গর নদী গ্রেনেড
প্রখ্যাত লেখক সেলিনা হোসেন রচিত মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস ‘হাঙ্গর নদী গ্রেনেড’। এ উপন্যাস অবলম্বনে ১৯৯৭ সালে একই নামে সিনেমা নির্মাণ করেন চাষী নজরুল ইসলাম। একজন সন্তানহারা মায়ের গল্প নিয়ে এগিয়েছে কাহিনি। সিনেমাটিতে মায়ের চরিত্রে অভিনয় করেন চিত্রনায়িকা সুচরিতা। বিভিন্ন চরিত্রে আরো অভিনয় করেন— সোহেল রানা, অরুণা বিশ্বাস, অন্তরা, ইমরান প্রমুখ।

গেরিলা
মুক্তিযুদ্ধের পটভূমিতে নির্মিত আলোচিত সিনেমা ‘গেরিলা’। ২০১১ সালে এটি নির্মাণ করেন নাসির উদ্দীন ইউসুফ। সিনেমাটির প্রধান চরিত্রে অভিনয় করেন জয়া আহসান ও চিত্রনায়ক ফেরদৌস। বিভিন্ন চরিত্রে আরো অভিনয় করেন— এটিএম শামসুজ্জামান, রাইসুল ইসলাম আসাদ, পীযুষ বন্দ্যোপাধ্যায়, শতাব্দী ওয়াদুদ, শম্পা রেজা, গাজী রাকায়েত প্রমুখ। ১০টি শাখায় সিনেমাটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করে।

© 2026 republicdhaka.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM