সোমবার | ১২ জানুয়ারি, ২০২৬ | ২৮ পৌষ, ১৪৩২

রুনা খানের রূপ রুটিন

নিজস্ব প্রতিবেদক: গুণী অভিনেত্রী রুনা খান। এই অভিনেত্রী বেশ কিছুদিন ধরে টক অব দ্য কান্ট্রিতে পরিণত হয়েছেন নিজের সৌন্দর্য আর ফিটনেসের কারণে। সন্তান জন্মদানের পর ওজন বেড়ে গিয়েছিল রুনার। অনেক চেষ্টার পরেও ওজন নিয়ন্ত্রণ করতে পারছিলেন না তিনি। অনেক চেষ্টা করে ৩৯ কেজি ওজন কমিয়ে সবাইকে অবাক করে দেন রুনা খান। এরপর একের পর এর নামী দামী ফ্যাশন হাউসের ফ্যাশন মডেল হিসেবে দেখা গেছে তাকে।

সম্প্রতি একটি সাক্ষাতকারে রুনা খান জানিয়েছেন কীভাবে ত্বক ও চুলের ময়েশ্চারাইজার ধরে রাখেন। রুনা খান বলেন,‘‘ঘুমানোর আগে মুখে ময়েশ্চারাইজার হিসেবে নারকেল তেল ব্যবহার করি। কারণ নারকেল তেল সবচেয়ে ভালো ময়েশ্চারাইজার। প্রাকৃতিক ময়েশ্চারাইজার হিসেবে এটি আমার ত্বকের জন্য ভালো। সপ্তাহে একদিন চুলে নারকেল তেল দেই। পরদিন শ্যাম্পু করে চুল ধুয়ে ফেলি।’’

এই অভিনেত্রী সব সময় ন্যাচারাল টোনের মেকআপ নিতে পছন্দ করেন। রুনা খান বলেন, ‘‘আমার রং তো বাদামী। তাই মেকআপ করার সময় চাওয়া থাকে, আমার রং যা তাই যেন বজায় থাকে। সাধারণত মুখে একটু পাউডার, চোখে কাজল, ঠোঁটে মানানসই লিপস্টিক দিয়ে একটু ব্লাসার করে নেই।’’

মেকআপ রিমুভ করার জন্য নারকেল তেল ব্যবহার করেন রুনা খান। মেকআপ রিমুভ করে পরিষ্কার পানি দিয়ে মুখ ধুয়ে নেন তিনি।

উল্লেখ্য, রুনা খানের ত্বকের ধরণ মিশ্র। মিশ্র ত্বকে নারকেল তেল মানিয়ে যায়। কিন্তু আপনার ত্বক যদি মিশ্র না হয়, আর আপনি যদি নারকেল তেল ব্যবহার করেন তাহলে ত্বকের ব্রণ দেখা দিতে পারে।

© 2026 republicdhaka.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM