সোমবার | ১২ জানুয়ারি, ২০২৬ | ২৮ পৌষ, ১৪৩২

ইউক্রেন থেকে দেশে পৌঁছালো সাড়ে ৫২ হাজার টন গম

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেন থেকে আমদানি করা ৫২ হাজার ৫০০ মেট্রিক টন গম নিয়ে এমভি এনজয় প্রসপারিটি জাহাজটি দেশে এসে পৌঁছেছে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে জাহাজটি চট্টগ্রাম বন্দরের কুতুবদিয়ায় এসে পৌঁছেছে।

উন্মুক্ত দরপত্রের চুক্তির আওতায় ইউক্রেন থেকে এসব গম আমদানি করা হয়েছে। এটিই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের আমলে বিদেশ থেকে আমদানি করা খাদ্য শস্যের প্রথম চালান।

খাদ্য মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তা ইমদাদ ইসলামের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ইমদাদ ইসলাম জানান, জাহাজে রক্ষিত গমের নমুনা সংগ্রহ করে ভৌত পরীক্ষা শেষে দ্রুত গম খালাসের কাজ শুরু হবে।

তিনি জানান, জাহাজে রক্ষিত গমের মধ্যে ৩১ হাজার ৫০০ মেট্রিক টন চট্টগ্রামে বন্দরে খালাস করা হবে। এরপর অবশিষ্ট ২১ হাজার মেট্রিক টন গম মোংলা বন্দরে খালাস করা হবে। চট্টগ্রাম বন্দরে গম খালাসের জন্য আনুমানিক ১০ দিন সময় লাগতে পারে।

© 2026 republicdhaka.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM