সোমবার | ১২ জানুয়ারি, ২০২৬ | ২৮ পৌষ, ১৪৩২

ভারতকে ১৯৯ রানের লক্ষ্য দিল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক: যুব এশিয়া কাপের শিরোপা ধরে রাখার লক্ষ্যে ফাইনালে আজ ভারতের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। তবে টস হেরে ব্যাটিংয়ে নেমে বড় সংগ্রহ গড়তে পারেনি যুবা টাইগাররা। গুটিয়ে গেছে ১৯৮ রানে।

দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে প্রথম ওভারে যুধাজিৎ গুহর বলে ছক্কা মেরে বাংলাদেশের রানের খাতা খোলেন জাওয়াদ আবরার। কিন্তু উদ্বোধনী জুটি থামে ১৭ রানেই। যুধাজিতের শিকার হয়ে ফেরেন কালাম সিদ্দিকি আলিন (১)। আবরারও এরপর বেশিক্ষণ টিকতে পারেননি। ২০ রান করা এই ওপেনারকে শিকার করেন চেতন শর্মা।

অধিনায়ক আজিজুল হাকিম কাটা পড়েন ১৬ রানে। চাপ সামলে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেন শিহাব জেমস ও রিজান হোসেন। চতুর্থ উইকেটে ৬২ রানের জুটি গড়েন তারা। কিন্তু দুজনেই ফেরেন ফিফটির আগে। ৬৭ বলে ৪০ রানে আউট হন শিহাব। ৬৫ বলে ৪৭ রান করা রিজানকে শিকার করেন হার্দিক রাজ।

এরপর কেবল আসা-যাওয়ার মিছিলই চলতে থাকে। শেষ দিকে ফরিদ হাসানের ৩৯ রানের ইনিংসের কারণে দুইশর কাছাকাছি যেতে পারে বাংলাদেশ। ভারতের হয়ে দুটি করে উইকেট নেন যুধাজিৎ, চেতন ও হার্দিক।

© 2026 republicdhaka.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM