সোমবার | ১২ জানুয়ারি, ২০২৬ | ২৮ পৌষ, ১৪৩২

ত্রিপুরায় বাংলাদেশীরা হোটেলে পরিষেবা পাবেন না

নিজস্ব প্রতিবেদক: ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলায় কোনো বাংলাদেশীকে হোটেল সব ধরনের পরিসেবা বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে সেখানকার অল ত্রিপুরা হোটেল এবং রেস্টুরেন্ট ওনার্স এসোসিয়েশন।

সোমবার অল ত্রিপুরা হোটেল এবং রেস্টুরেন্ট ওনার্স এসোসিয়েশনের এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সুমিত সাহার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এ সিদ্ধান্ত নেয়ার পর প্রেস বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানায়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, আমরা ধর্ম নিরপেক্ষ দেশ। সব ধর্মের প্রতি আমাদের সম্মান আছে। কিন্তু সাম্প্রতিক সময়ে বাংলাদেশে ভারতের জাতীয় পতাকার অবমাননা বা বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের প্রতি এক শ্রেণীর উগ্র জনগণ তীব্র অত্যাচার করছে। আগের হতো। কিন্তু এখাকার মতো নয়। বর্তমান পরিস্থিতি ভীষণ উদ্ধেগের। আমাদের রাজ্যে বিভিন্ন কারনে বাংলাদেশ থেকে আগত নাগরিকদের আমরা অতিথির সম্মান দিয়ে থাকি, সেখানে বাংলাদেশের এক শ্রেণীর নাগরিকদের সে দেশের সংখ্যালঘুদের প্রতি এমন আচরণ নিন্দনীয়।

আজ অল অল ত্রিপুরা হোটেল এবং রেস্টুরেন্ট ওনার্স এসোসিয়েশন হোটেল সোনারতরীতে অনুষ্ঠিত এক জরুরি সভায় সর্বসম্মতভাবে সিদ্ধান্ত নিয়েছে আজ ২/১২/২০২৪ ইং থেকে সাময়িকভাবে আমাদের রাজ্যে আগত বাংলাদেশী নাগরিকরা কোন ধরনের হোটেল পরিষেবা পাবেন না।

© 2026 republicdhaka.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM