মঙ্গলবার | ১৩ জানুয়ারি, ২০২৬ | ২৯ পৌষ, ১৪৩২

বন্যার্তদের জন্য টাকা তোলার দ্বন্দ্বে শিক্ষার্থীকে কুপিয়ে হত্যা,আহত আরেক শিক্ষার্থী

নিজস্ব প্রতিনিধি: নিহতের নাম মোঃ হাফিজ (২০)।সে সিদ্ধেশ্বরী ডিগ্রী কলেজের এইচএসসির পরিক্ষার্থী।আহত হয়েছেন,ঢাকা উদ্দ্যান সরকারি কলেজ এর এইচএসসি’র শিক্ষার্থী মো: আকাশ আহামেদ (১৯)। পিতা : আবুল কাশেম।অপরজন হচ্ছেন, পিটুনীতে চা দোকানী পাভেল (২৭)। সে বেটার লাইফ হাসপাতালে চিকিৎসাধীন।
শনিবার (২৪ আগষ্ট) সন্ধ্যার দিকে ঘটনাটি ঘটে।আহত দুই শিক্ষার্থী কে ঢামেক হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক পরিক্ষা নিরিক্ষার পর রাত সাড়ে ৮ টায় হাফিজ কে মৃত ঘোষণা করেন। আকাশ চিকিৎসা ধীন রয়েছেন । তার বুকে ছুরিকাঘাতের জখম রয়েছে।
আহত আকাশ জানিয়েছেন, তারা কয়েক বন্ধু জাহাজ বিল্ডিং এলাকার একটি চায়ের দোকানে বসে চা খাচ্ছিলেন। সে সময়ে ৫/৭ জন দূর্বিত্ত এসে তাদের উপর অতর্কিত হামলা চালায়, তারা লাঠিসোটা দিয়ে দিয়ে পিটিয়ে ও কুপিয়ে আহত করে চলে যায়।
তাদের সকলের বাসা রামপুরা এলাকায়।হাসপাতালে নিয়ে আসা সাকিবুল ইসলাম নাঈম বলেন, বন্যার্তদের সাহায্যের জন্য ত্রাণ সংগ্রহ করছিলেন। এ সব বিষয় নিয়ে তারা কর্থাবার্তা বলছিলেন। সে সময়ে তাদের উপর হামলা করা হয়।
নিহত হাফিজ পশ্চিম রামপুরার স্থায়ী বাসিন্দা লুতফর রহমানের ছেলে। তিন ভাইয়ের মধ্যে হাফিজ ছিল দ্বিতীয়।

© 2026 republicdhaka.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM