মঙ্গলবার | ১৩ জানুয়ারি, ২০২৬ | ২৯ পৌষ, ১৪৩২

বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের নির্মাণ কাজের ৯৮ শতাংশ সম্পন্ন : বেবিচক চেয়ারম্যান

নিজস্ব প্রতিনিধি: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের নির্মাণ কাজের ৯৮ শতাংশ সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মঞ্জুর কবীর ভূঁইয়া।
শনিবার (২৪ আগস্ট) টার্মিনালের কাজের অগ্রগতি পরিদর্শনকালে তিনি একথা জানান।
বেবিচক চেয়ারম্যান বলেন, দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও বৈশ্বিক যোগাযোগের গেটওয়ে হিসেবে এই টার্মিনালের বিশেষ গুরুত্ব রয়েছে।
এসময় তিনি তৃতীয় টার্মিনালের নবনির্মিত চেক ইন কাউন্টার, ইমিগ্রেশন, স্ক্যানার, বোর্ডিং ব্রিজ, এরাইভাল, ডিপার্চার এবং এয়ারক্রাফ্ট পার্কিং এপ্রোন ও রোড নেটওয়ার্কসহ এই প্রকল্পের আওতায় নির্মিত অন্যান্য স্থাপনাসমূহ পরিদর্শন করেন।
টার্মিনালের কাজের অগ্রগতি, কাজের মান এবং সময়মতো কাজ সম্পন্ন করার বিষয়ে কাজের সঙ্গে সম্পৃক্ত কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গেও আলোচনা করেন মঞ্জুর কবীর।
কাজের সঙ্গে সম্পৃক্ত বিদেশি প্রতিনিধি, বেবিচকের সদস্য (পরিচালনা ও পরিকল্পনা), সদস্য (প্রশাসন), সদস্য (অর্থ), সদস্য (ফ্লাইট স্ট্যান্ডার্ড এন্ড রেগুলেশন্স), সদস্য (নিরাপত্তা), প্রধান প্রকৌশলী, তৃতীয় টার্মিনালের প্রজেক্ট ডিরেক্টর, বিমানবন্দরের নির্বাহী পরিচালকসহ বেবিচকের বিভিন্ন দপতরের কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।

© 2026 republicdhaka.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM