রবিবার | ১১ জানুয়ারি, ২০২৬ | ২৭ পৌষ, ১৪৩২

হামাস ইস্যুতে নিরাপত্তা পরিষদের বৈঠক ডেকেছে ব্রাজিল

ডেস্ক রিপোর্ট, ঢাকা অফিস: ইসরাইল ও হামাসের মধ্যে চলমান সংঘাত নিয়ে আলোচনার জন্য ব্রাজিল শুক্রবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠক ডেকেছে। দেশটি বর্তমানে এ সংস্থার পর্যায়ক্রমিক সভাপতির দায়িত্ব পালন করছে।

বুধবার ব্রাজিলের পররাষ্ট্র মন্ত্রণালয় এ কথা জানিয়েছে। খবর এএফপির।

মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়- ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী মাউরো ভিয়েরা গাজা উপত্যকার বর্তমান পরিস্থিতি মোকাবিলার জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকে অংশ নিতে নিউইয়র্ক ভ্রমণের জন্য তার এশিয়া সফর বিঘ্নিত হয়।

এর আগেও ইসরাইলের ওপর হামাস আকস্মিক হামলা চালানোর পরদিন রোববার নিরাপত্তা পরিষদের বৈঠক ডেকেছিল ব্রাজিল।

ইসরাইলি বাহিনী বলেছে, এ হামলায় ১,২০০ মানুষ নিহত হয়েছেন। এদের অধিকাংশই বেসামরিক নাগরিক। দেশটির ইতিহাসে এটি ছিল সবচেয়ে ভয়াবহ হামলার ঘটনা।

এদিকে ফিলিস্তিনি কর্তৃপক্ষ জানায়, এমন আকস্মিক হামলার জবাবে গাজা উপত্যকায় হামাসের বিভিন্ন অবস্থানে ইসরাইলের হামলায় সেখানে মৃতের সংখ্যা বেড়ে ১,২০০ জনে দাঁড়িয়েছে। এদের মধ্যে বেশিরভাগই বেসামরিক নাগরিক রয়েছে।

জাতিসংঘ জানায়, গাজা উপত্যকার ৩৩৮,০০০ এরও বেশি মানুষ গৃহহীন হয়ে পড়েছে।

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের রোববারের বৈঠকে সদস্য দেশগুলো ইসরাইল ও ফিলিস্তিন সংশ্লিষ্ট নীতি নিয়ে বিভক্ত হয়ে পড়ে।

এর আগে বুধবার ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দ্য সিলভা ফিলিস্তিনি ও ইসরাইলি বেসামরিক নাগরিকদের বিশেষ করে শিশুদের সুরক্ষার জন্য আন্তর্জাতিক পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লুলা লিখেছেন, বিশ্বের কোথাও শিশুদের কখনই জিম্মি করা উচিত না।

তিনি আরও লিখেছেন, যুদ্ধের উন্মাদনার ক্ষেত্রে ন্যূনতম মানবতা বজায় রাখা উচিত।

© 2026 republicdhaka.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM