রবিবার | ১১ জানুয়ারি, ২০২৬ | ২৭ পৌষ, ১৪৩২

সাকিবের ‘পক্ষ নিয়ে’ সমালোচনার মুখে প্রিন্স মাহমুদ

বিনোদন ডেস্ক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গার্মেন্টসকর্মী রুবেলকে হত্যার নির্দেশদাতা হিসেবে ক্রিকেটার সাকিব আল হাসানের বিরুদ্ধে ডিএমপি’র আদাবর থানায় একটি হত্যা মামলায় দায়ের হয়েছে।
গেল বৃহস্পতিবার রুবেলের বাবা রফিকুল ইসলাম বাদী হয়ে মামলাটি করেন। যা নিয়ে নেটদুনিয়ায় চলছে তুমুল আলোচনা-সমালোচনা। এ ধরনের মামলার কারণে বহির্বিশ্বে বাংলাদেশের ‘রাজনীতি আর আইন’ প্রশ্নের সম্মুখীন হবে বলে মনে করছেন বরেণ্য সুরকার ও সংগীত পরিচালক প্রিন্স মাহমুদ।
এক ফেসবুকবার্তায় সাকিবের ‘পক্ষ’ নিয়ে কথা বলতে গিয়ে নেটিজেনদের কটাক্ষের মুখে পড়েন প্রিন্স মাহমুদ। ফেসবুকে তিনি লিখেছেন, ‘সাকিব আল হাসানের বিরুদ্ধে হত্যা মামলা? এটা করে মামলাটাকে ইচ্ছে করেই হালকা করা হলো কি? প্রকৃত ক্রিমিনালরা এখনো ধরাছোঁয়ার বাইরে।
এই সরকারকে দেশে-বিদেশে সমালোচনায় ফেলে প্রকৃত ক্রিমিনালদের আড়াল করার জন্যই এসব মামলা সাজানো হচ্ছে কি?’
দেশের ‘রাজনীতি আর আইন’ প্রশ্নের সম্মুখীন হবে জানিয়ে প্রিন্স মাহমুদ লিখেছেন, ‘আন্দোলনের সময় যে দেশেই ছিল না, তাকে করা হলো হত্যা মামলার আসামি? গত স্বৈরাচার যে রকম উদ্ভট মামলা দিত, এটাও অনেক সাকিবের ব্যাপারে সেরকমই মনে হচ্ছে।
এই মামলায় স্পষ্টতই আমাদের দেশের ‘রাজনীতি আর আইন’ প্রশ্নের সম্মুখীন হবে বহির্বিশ্বে। স্বৈরাচারের খুনি রেজিমের অনেক খারাপ কাজের দোসর হিসেবে সাকিব আল হাসানের আগে অনেক ভয়ঙ্কর নাম আছে।
তাদের নামে মামলা করুন। মামলাকে এখনি প্রশ্নবিদ্ধ করবেন না। একটা সত্যকার পরিবর্তনের স্বপ্ন দেখছি, এই স্বপ্নকে নষ্ট করার ষড়যন্ত্র করবেন না।’
তার এই পোস্টে রাইসুল ইসলাম নামে একজন লিখেছেন, ‘শেখ হাসিনাও পুরো মাস গণভবনেই ছিল, রাস্তায় নেমে কাউরে হত্যা করে নাই।’
তৌফিকুর রহমান নামে একজন লিখেছেন, ‘দোসরদের সহযোগী হিসেবে তার বিচার হওয়া উচিত নয় কি?’
সাব্বির হাসান লিখেছেন, ‘সাকিব আল হাসানও গণহত্যার দোসর, তাই মামলা হওয়াটা ঠিকই আছে। এখন ওনার আগে-পরে সব দোসরের নামেই হোক। সাকিব আল হাসান কোনো পীর না যে ওনার নাম দেওয়া যাবে না।’ এমন অসংখ্য নেতিবাচক মন্তব্য পড়েছে পোস্টটি ঘিরে।

© 2026 republicdhaka.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM