মঙ্গলবার | ১৩ জানুয়ারি, ২০২৬ | ২৯ পৌষ, ১৪৩২

সকল সাধারণ আনসারদের অনতিবিলম্বে কর্মস্থলে যোগদানের নির্দেশ- স্বরাষ্ট্র মন্ত্রণালয়

নিজস্ব প্রতিনিধি: সম্প্রতি অন্তর্বর্তী সরকারের কাছে সাধারণ আনসার সদস্যদের উত্থাপিত দাবীর বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব ড. মোহাম্মদ আবদুল মোমেন স্বাক্ষরিত একটি সংবাদ বিজ্ঞপ্তি জারি করেছে সরকার।
সংবাদ বিজ্ঞপ্তিতে সিনিয়র সচিব বলেন, সাধারণ আনসারদের দাবি-দাওয়া সম্পর্কে প্রধান উপদেষ্টা অবহিত হয়েছেন। সাধারণ আনসারদের উত্থাপিত দাবি-দাওয়াসমূহ সরকার গভীর মনোযোগ ও সহানুভূতির সঙ্গে পর্যালোচনা করেছে। দাবি-দাওয়াগুলোতে প্রাথমিকভাবে কিছু দাবি যৌক্তিক প্রতীয়মান হয়েছে।
এ প্রেক্ষিতে সরকার সিদ্ধান্ত নিয়েছে, সাধারণ আনসারদের ৩ বছর চাকরি শেষে যে বিশ্রাম দেওয়া হয়, তা বাদ দিয়ে এখন বিশ্রাম না দিয়ে চাকরি অব্যাহত রাখার বিষয়টি পরীক্ষা করা হবে; আপাতত সাধারণ আনসার হিসেবে নতুন কোনো নিয়োগ দেওয়া হবে না; সাধারণ আনসারদের প্রতিনিধিসহ আনসার ও ভিডিপির মহাপরিচালকের নেতৃত্বে গঠিত কমিটি সাধারণ আনসার কর্তৃক উত্থাপিত যাবতীয় দাবি-দাওয়াসমূহ পর্যালোচনা করে যৌক্তিক সুপারিশসহ সাত কার্য দিবসের মধ্যে সরকারের নিকট প্রতিবেদন জমা দেবে; এই কমিটির প্রতিবেদন পাওয়ার পর একটি আন্ত:মন্ত্রণালয় কমিটি প্রাপ্ত সুপারিশ পরীক্ষা করে বাস্তবায়নের কর্মপন্থা নির্ধারণ করে পরবর্তী কার্যক্রম গ্রহণের জন্য সরকারের নিকট প্রতিবেদন পেশ করবে।
সরকার আশা করছে, এর মাধ্যমে সাধারণ আনসারদের দাবি-দাওয়ার বিষয়ে যৌক্তিক ও গ্রহণযোগ্য সমাধান পাওয়া যাবে।
সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, আনসার ভিডিপি একটি সুশৃঙ্খল বাহিনী। ঐতিহ্যবাহী এ সুশৃঙ্খল বাহিনীর সুনাম ও ভাবমূর্তি ক্ষুন্ন হয় এমন কোনো কাজ কারো করা উচিত হবে না। এ প্রেক্ষিতে সকল সাধারণ আনসার সদস্যকে স্ব স্ব কর্মস্থলে ফিরে গিয়ে কাজে যোগদানের জন্য নির্দেশ দেয়া হয়েছে।
মুষ্টিমেয় ক’জন উস্কানিদাতা এই সুশৃঙ্খল বাহিনীতে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে উল্লেখ করে বিজ্ঞপ্তিতে আরো উল্লেখ করা হয়, সরকার প্রয়োজনে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে দ্বিধা করবে না।

© 2026 republicdhaka.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM