রবিবার | ১১ জানুয়ারি, ২০২৬ | ২৭ পৌষ, ১৪৩২

ইসরাইলের উচিত গাজায় মানবিক সাহায্য পাঠানোর অনুমতি দেওয়া: এরদোগান

ডেস্ক রিপোর্ট, ঢাকা অফিস: তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান বলেছেন, ইসরাইলের উচিত মিশরের রাফাহ ক্রসিং দিয়ে গাজা উপত্যকায় মানবিক সাহায্য পাঠানোর অনুমতি দেওয়া। ইস্তান্বুলে শুক্রবার বার্ষিক তুরস্ক-আফ্রিকা বিজনেস অ্যান্ড ইকোনমিক ফোরামে বক্তৃতা দিতে গিয়ে এ কথা বলেন তিনি।
এরদোগান বলেন, আমাদের উদ্বেগের কারণ হলো উত্তেজনা বৃদ্ধি পাবে এবং এই অঞ্চলে তা ছড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে।
‘মসজিদ, হাসপাতাল এবং বেসামরিক জনবসতিতে বোমাবর্ষণ করা হচ্ছে এবং আমি প্রকাশ্যে বলছি, আমরা এই ধরনের হামলা প্রত্যাখ্যান করি,’ যোগ করেন তুর্কি প্রেসিডেন্ট।

তিনি আরও বলেন, অবরোধ আরোপ গাজার মানবিক পরিস্থিতির অবনতি ঘটিয়েছে এবং অঞ্চলটিকে আরও ঝুঁকিপূর্ণ করেছে।
গাজার ৩৬০ বর্গকিলোমিটার (১৩৯ বর্গ মাইল) এলাকায় আটকে থাকা ২০ লাখ মানুষের জন্য বিদ্যুৎ, পানি, জ্বালানি এবং খাবার বন্ধ করা মৌলিক মানবাধিকারের লঙ্ঘন, বলেন তুরস্কের প্রেসিডেন্ট।

তিনি বলেন, গাজার জনগণকে সম্মিলিতভাবে এভাবে শাস্তি দিলে সমস্যা আরও বাড়বে।

© 2026 republicdhaka.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM