সোমবার | ১২ জানুয়ারি, ২০২৬ | ২৮ পৌষ, ১৪৩২

রমজানে কমবে খেজুরের দাম

নিজস্ব প্রতিবেদক: আসন্ন পবিত্র রমজান সামনে রেখে খেজুরের আমদানি শুল্ক কমিয়েছে সরকার। পাশাপাশি রোজার ইফতারির অন্যতম অনুষঙ্গ এই পণ্যটির অগ্রিম কর পুরোপুরি তুলে নেওয়া হয়েছে। এতে খুচরা বাচারে খেজুরের দাম কমবে বলে মনে করে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) এ সংক্রান্ত পৃথক দুটি প্রজ্ঞাপন জারি করেছে এনবিআর। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, খেজুর আমদানির ক্ষেত্রে আমদানি শুল্ক ১০ শতাংশ কমিয়ে ২৫ শতাংশ থেকে ১৫ শতাংশে নামিয়ে আনা হয়েছে। সেই সঙ্গে আমদানি পর্যায়ে আরোপিত অগ্রিম কর পুরোপুরি প্রত্যাহার করা হয়েছে।

এনবিআর মনে করে, খেজুর আমদানিতে বিদ্যমান শুল্ক কমানোর ফলে মানভেদে প্রতি কেজি খেজুরের আমদানি ব্যয় প্রায় ৬০ টাকা থেকে ১০০ টাকা কমতে পারে। আমদানি পর্যায়ে শুল্ক কমানোর ফলে খেজুরের আমদানি বাড়বে। বাজারে খেজুরের সরবরাহও বেড়ে যাবে। এতে খেজুরের বিক্রয় মূল্য সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে থাকবে।

© 2026 republicdhaka.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM