বৃহস্পতিবার | ১৫ জানুয়ারি, ২০২৬ | ১ মাঘ, ১৪৩২

হারিছ চৌধুরীর পরিচয় নিশ্চিতে ডিএনএ নমুনা দিলেন মেয়ে

নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রাজনৈতিক সচিব হারিছ চৌধুরীর পরিচয় নিশ্চিতে ডিএনএ নমুনা দিয়েছেন তার মেয়ে সামিরা তানজিন চৌধুরী। সোমবার (২১ অক্টোবর) দুপুরে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ফরেনসিক বিভাগে নমুনা দেন তিনি।

ফরেনসিক বিভাগে নমুনা দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন সামিরা চৌধুরী। সেখানে তিনি বলেন, সিআইডির ফরেনসিক বিভাগ আমার রক্তের নমুনা নিয়েছে। আমার বাবা মরহুম আব্দুল হারিছ চৌধুরীর মরদেহ এখন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা আছে। গত ১৬ অক্টোবর বাবার মরদেহ থেকে ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়। এরপর সিআইডি আজকে আমাকে ডাকে নমুনা সংগ্রহের জন্য। এখন আব্বুর ডিএনএর ম্যাপিং চলছে। আমার ডিএনএর নমুনার সঙ্গে আব্বুর ডিএনএর নমুনা মেলাবে। এরপর ফলাফল দেবে।

তিনি আরও বলেন, সিআইডি আমাকে বলেছে এই প্রক্রিয়ার সম্পূর্ণ হতে দুই থেকে তিন সপ্তাহ লাগবে। তারা বলেছে, যত দ্রুত সম্ভব তারা এটা সম্পন্ন করবে।

এই মুহূর্তে ডিএনএ নমুনা দেওয়ার প্রয়োজনীয়তা নিয়ে সামিরা চৌধুরী বলেন, আমি বলেছি আমার বাবা মারা গেছেন। কিন্তু গত সরকার এটা মেনে নেয়নি। তাহলে কি আমার বাবাকে আমি জীবিত রেখে দিব, তা নাহলে কাউকে আমার বাবাকে খুঁজে দিতে হবে। আমার বাবা তো নিরুদ্দেশ থাকতে পারেন না। কোনো ব্যক্তির মৃত্যু হলে এটার একটি সার্টিফিকেট লাগবে। তিনি তো যেমন তেমন মানুষ ছিলেন না, তার মৃত্যুর বিষয়টা তো প্রমাণিত হতে হবে। যেকোনো যেমন-তেমন মানুষেরও মানবিক অধিকার থাকে। আমার আব্বুর মানবিক অধিকার রক্ষা হয়নি।

ঢাকা জেলার আদালতের নির্দেশে গত ১৬ অক্টোবর হারিছ চৌধুরীর লাশ উত্তোলন করে নমুনা সংগ্রহ করে সিআইডি।

© 2026 republicdhaka.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM