বৃহস্পতিবার | ১৫ জানুয়ারি, ২০২৬ | ১ মাঘ, ১৪৩২

কমলাপুর থেকে ছাড়ছে না কোনো ট্রেন, যাত্রীদের ভোগান্তি

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মহাখালীতে ব্যাটারিচালিত রিকশাচালকদের রেললাইন অবরোধের কারণে ঢাকার কমলাপুর রেলস্টেশন থেকে ছাড়ছে না কোনো ট্রেন। বৃহস্পতিবার সকাল ১০টার পর থেকে কোনো ট্রেন কমলাপুর ছেড়ে যায়নি।

ঢাকা রেলওয়ে স্টেশন মাস্টার মো. আনোয়ার হোসেন বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মহাখালীতে রেললাইন অবরোধের কারণে ঢাকা থেকে কোনো ট্রেন ছেড়ে যেতে পারছে না। সকাল ১০টা থেকে ঢাকা থেকে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। পরিস্থিতি ঠিক হলে তারপরই ট্রেন চলাচল করবে।

এদিকে ট্রেন চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। অধিকাংশ যাত্রীকে স্টেশনের প্ল্যাটফর্মে অলস সময় কাটাতে দেখা গেছে।

© 2026 republicdhaka.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM