মঙ্গলবার | ১৩ জানুয়ারি, ২০২৬ | ২৯ পৌষ, ১৪৩২

বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য স্কলারশিপ চালু করলো পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক: বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য স্কলারশিপ চালু করার ঘোষণা দিয়েছে পাকিস্তান। বুধবার (২০ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের নেতৃত্বাধীন সরকার ১০০ জন বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য স্কলারশিপ প্রোগ্রাম অনুমোদন করেছে। পাকিস্তানি টিভি চ্যানেল সামা টিভি এ তথ্য জানিয়েছে।

সামা টিভির খবরে বলা হয়েছে, বাংলাদেশে ছাত্র-জনতা ভারত সমর্থিত স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারকে ক্ষমতাচ্যুত করার পরে পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে সম্পর্ক ক্রমশ জোরদার হচ্ছে।

অর্ন্তবর্তীকালীন সরকার সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাকিস্তানি শিক্ষার্থীদের ভর্তির অনুমতি দেওয়ার পর, এবার পাকিস্তান সরকার বাংলাদেশি শিক্ষার্থীদেরকে পাকিস্তানের খ্যাতনামা বিশ্ববিদ্যালয় ও মাদ্রাসাগুলোতে উচ্চশিক্ষার সুযোগ দিতে যাচ্ছে।

সূত্রের বরাতে সামা টিভি জানিয়েছে, ঢাকাস্থ পাকিস্তান হাইকমিশন পুরো প্রক্রিয়ায় ‘ফোকাল’ প্রতিষ্ঠান হিসেবে কাজ করছে।

সামা টিভি লিখেছে, দীর্ঘদিন পর দুই দেশের মধ্যে শিক্ষা সহযোগিতা পুনরুদ্ধার হচ্ছে।

এদিকে, সম্প্রতি পাকিস্তানের পণ্যবাহী জাহাজও চট্টগ্রামে এসেছে। প্রথমবারের মতো সরাসরি সমুদ্র যোগাযোগ স্থাপন করেছে বাংলাদেশ-পাকিস্তান।

© 2026 republicdhaka.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM