সোমবার | ১২ জানুয়ারি, ২০২৬ | ২৮ পৌষ, ১৪৩২

মহানবিকে সম্মান করতে কোনো ধর্ম বাধা হতে পারে না: অভিনেত্রী

ডেস্ক রিপোর্ট: স্বরা ভাস্বর বলিউড সিনেমায় পরিচিত মুখ; রক্ষণশীল রাজনৈতিক দল বিজেপির কট্টর সমালোচক। নিজের কাজ নিয়েই ব্যস্ত থাকেন তিনি। রাজনীতিবিদ ফাহাদ আহমেদকে বিয়ে করেছেন এই অভিনেত্রী। সনাতন ধর্মের অনুসারী হয়ে মুসলিম যুবককে বিয়ে করায় নানা কটাক্ষের শিকার হয়েছেন তিনি। স্বরা সবসময় সম্প্রীতির আহ্বান জানিয়ে গেছেন ভক্তদের।

বিজেপির পরোয়া না করে গাইছেন ইসলামের জয়গান। তার মতে মহানবি হজরত মুহাম্মদ (সা.)-কে সম্মান করতে কোনো ধর্ম বাধা হতে পারে না। হিন্দু পরিবারে জন্ম স্বরার। বিয়ে করেন ভারতের সমাজবাদী পার্টির যুবনেতা ফাহাদকে। ইসলাম ধর্মের অনুসারীকে বিয়ে করায় কটাক্ষের শিকার হতে হয়েছে তাকে। এবার ফাহাদের হয়ে মহারাষ্ট্রের নির্বাচনি প্রচারে বেরিয়েই সেই কটাক্ষের জবাব দিলেন।

স্বরা বলেন, মুহাম্মদ (সা.)-কে সম্মান করতে কোনো বিশেষ ধর্মের হতে হয় না। যেকোনো ধর্মে থেকেই সর্বকালের সর্বশ্রেষ্ঠ এ মানবকে সম্মান করা যায়।

তিনি বলেন, এটা সত্য যে আমি হিন্দু পরিবারে জন্মেছি, বড় হয়েছি। এটা সত্য যে আমি একজন মুসলিমকে বিয়ে করেছি। কিন্তু আমি এটা পরিষ্কার করে দিতে চাই যে নবি মুহাম্মদ (সা.)-কে সম্মান জানানোর জন্য কোনো ধর্ম বা জাত লাগে না। সেটা কখনও বাধা হয়ে দাঁড়াতে পারে না।

প্রসঙ্গত, চলতি বছরের জানুয়ারির ৬ তারিখ দীর্ঘদিনের বন্ধু ও প্রেমিক রাজনৈতিক কর্মী ফাহাদ আহমেদের সঙ্গে বিয়ে রেজিস্ট্রার করেন স্বরা। তারপর ১৬ ফেব্রুয়ারি পরিবারকে স্বাক্ষী রেখে বিয়ে সম্পন্ন করেন তারা।

© 2026 republicdhaka.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM