সোমবার | ১২ জানুয়ারি, ২০২৬ | ২৮ পৌষ, ১৪৩২

ব্যাংকের সব শাখায় ১, ২ ও ৫ টাকার কয়েন লেনদেনের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক: তফসিলি ব্যাংকের প্রতিটি শাখায় এক, দুই ও পাঁচ টাকা মূল্যমানের ন্যূনতম নির্দিষ্ট সংখ্যক ধাতব মুদ্রা বা কয়েন সংরক্ষণ ও লেন‌দে‌নের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

সোমবার (১৮ নভেম্বর) কেন্দ্রীয় ব্যাংকের ডিপার্টমেন্ট অব কারেন্সি ম্যানেজমেন্ট (ডিসিএম) থেকে এমন একটি নির্দেশনা জারি করে সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের পাঠানো হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, বেশ কিছু তফসিলি ব্যাংকের শাখা নির্দিষ্ট পরিমাণ ধাতব মুদ্রা শুধু ভল্টে সংরক্ষণ করলেও জনসাধারণের চাহিদামতো লেনদেন করছে না। এতে চাহিদা থাকলেও জনসাধারণ তফসিলি ব্যাংক থেকে ধাতব মুদ্রা সংগ্রহ করতে পারছে না, জমাও দিতে পারছে না।

এ পরিস্থিতিতে জনসাধারণের দৈনন্দিন স্বাভাবিক লেনদেনের স্বার্থে দেশে কার্যরত তফসিলি ব্যাংকের সব শাখায় এক, দুই ও পাঁচ টাকা মূল্যমানের ধাতব মুদ্রা লেনদেনের বিষয়টি নিশ্চিত করতে হবে।

লেনদেন স্বাভাবিক রাখার লক্ষ্যে এক, দুই ও পাঁচ টাকা মূল্যমানের ধাতব মুদ্রা সংরক্ষণের বিষয়ে বাংলাদেশ ব্যাংকের বেঁধে দেওয়া সংখ্যা মানতে হবে। তফসিলি ব্যাংকের স্থানীয় কার্যালয় ও ফিডিং শাখায় এক টাকার কয়েন ২৪ হাজার পিস, দুই টাকার কয়েন ২৪ হাজার পিস ও পাঁচ টাকার কয়েন ন্যূনতম ১৫ হাজার পিস রাখতে হবে।

এ ছাড়া অন্যান্য শাখায় এক টাকার কয়েন আট হাজার পিস, দুই টাকার কয়েন আট হাজার পিস ও পাঁচ টাকার কয়েন ন্যূনতম পাঁচ হাজার পিস রাখতে হবে। আর প্রতিটি উপ-শাখায় এক টাকার কয়েন দুই হাজার পিস, দুই টাকার কয়েন দুই হাজার পিস ও পাঁচ টাকার কয়েন ন্যূনতম এক হাজার পিস রাখতে হবে।

তবে লেনদেনের ফলে ধাতব মুদ্রার স্থিতি কমতে পারে জানিয়ে বাংলাদেশ ব্যাংক জানায়, স্থিতি ন্যূনতম সংখ্যা থেকে কমলে জনসাধারণ, ফিডিং শাখা ও প্রয়োজনে বাংলাদেশ ব্যাংক থেকে সংগ্রহ করতে পারবে।

© 2026 republicdhaka.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM