সোমবার | ১২ জানুয়ারি, ২০২৬ | ২৮ পৌষ, ১৪৩২

আমি তো ইউটিউবভিত্তিক কোনো শিল্পী নই: বেবী নাজনীন

বিনোদন ডেস্ক: নন্দিত সংগীতশিল্পী বেবী নাজনীনকে এক সময় নিয়মিত গানের ভুবনে পাওয়া গেলেও দীর্ঘদিন এই অঙ্গনে অনুপস্থিত ছিলেন। দীর্ঘ সময় প্রবাস জীবন কাটিয়ে সম্প্রতি দেশে ফিরেছেন। দেশে ফিরে জানালেন, র্দীঘদিনের আক্ষেপ আর ক্ষোভের কথা। অভিযোগ করেন ১৬ বছর তাকে গান গাইতে দেওয়া হয়নি। ভক্তদের থেকে তাকে দূরে সরিয়ে রাখা হয়েছে।

দীর্ঘ সময় বিদেশে অবস্থান করার কারণ ব্যাখ্যা করে বেবী নাজনীন বলেন, ‘আমি হয়তো দেশে আসতেও পারতাম। কিছু বাধা ছিল। হয়তো আমি বিমানবন্দর পর্যন্ত আসতে পারতাম। কিন্তু দেশে ঢুকতে পারতাম না। তাই এতদিন প্রবাস জীবন কাটানো।’

‘ব্ল্যাক ডায়মন্ড’খ্যাত বেবী নাজনীন বলেন, ‘আমি গত ১৬ বছর কাজ করতে পারিনি। আমার ভক্তরা আমাকে কত ভালোবাসেন তা বলে বোঝানো যাবে না। আমি তাদের ভালোবাসা পেয়েই অভ্যস্ত। এই যে তাদের কাছে থেকে আমাকে দূরে সরানো হলো, এটাই তাদের বড় ষড়যন্ত্র। আমি একজন শিল্পী। আমাকে গান গাইতে দিলে তাদের কি ক্ষতি হতো, সেটাই আমি বুঝতে পারিনি।’

প্রবাস জীবনে চাইলেও গান রেকর্ড করে ইউটিউবে প্রকাশ করতে পারতেন। কিন্তু সেটা তিনি করেননি। কারণ তিনি জাতীয় একজন শিল্পী। ইউটিউবভিত্তিক কোনো শিল্পী নন বলেও জানান এই শিল্পী।

ক্ষোভ প্রকাশ করে বেবী নাজনীন বলেন, ‘এই সময়ে হয়তো দু’একটি গান করে ইউটিউবে ছেড়ে দিতে পারতাম। কিন্তু আমি তো ইউটিউবার আর্টিস্ট নই। আমি বাংলাদেশের জাতীয় আর্টিস্ট। আমার কাছে দেশের সম্মান জড়িয়ে আছে। আমি ইউটিউবে গিয়ে গাইব কেন? ১৬ বছর যদি আমাকে আটকে না রাখা হতো তাহলে অনেক ভালো ভালো গান উপহার দিতে পারতাম।’

© 2026 republicdhaka.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM