বৃহস্পতিবার | ১৫ জানুয়ারি, ২০২৬ | ১ মাঘ, ১৪৩২

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে ক্রেতা হিসেবে আমি নিজেও চাপে আছি: খাদ্য উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির জন্য ক্রেতা হিসেবে নিজেও চাপে রয়েছেন বলে জানিয়েছেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার। তবে দ্রুতই এমন পরিস্থিতির উন্নতি হবে বলে আশাপ্রকাশ করেন তিনি।
আজ বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দুপুরে খাদ্য অধিদফতরের সভা শেষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন তিনি।
খাদ্য উপদেষ্টা বলেন, চলতি বছর আমনের বাম্পার ফলন হয়েছে। গত বছর সরকার ধান কিনেছিল ৩০ টাকায়, এ বছর কেনা হবে ৩৩ টাকায়। চাল ৪৪ টাকা থেকে বাড়িয়ে ৪৭ টাকায় সংগ্রহ করা হবে। ঝুঁকি এড়াতে দেড় লাখ টন খাদ্য আমদানির এলসিও খোলা হয়েছে বলে ব্রিফিং-এ জানানো হয়।
তিনি আরও বলেন, এবার কৃষক যেন ধানসহ কৃষিপণ্যের নায্যমূল্য পায় সে বিষয়টি সরকার নিশ্চিত করবে। আগামী রোরবার থেকে সরকার আমন ধান সংগ্রহ অভিযান শুরু করবে বলেও জানান আলী ইমাম মজুমদার।

© 2026 republicdhaka.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM