বুধবার | ১৪ জানুয়ারি, ২০২৬ | ৩০ পৌষ, ১৪৩২

আ.লীগ ও বিএনপির মধ্যে পার্থক্য নেই : ফয়জুল করীম

নিজস্ব প্রতিবেদক: ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেছেন, যে ফ্যাসিস্টের বিরুদ্ধে এদেশের মানুষ আন্দোলন করেছে। কিন্তু চিহ্নিত এক রাজনৈতিক দল হাত মিলিয়ে এদেশের শহীদদের সাথে বেইমানি করছে। তারা দেশকে ভালো না বেশে এদেশের মানুষের আবেগের ওপর দাঁড়িয়ে ক্ষমতায় যেতে চায়। আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে পার্থক্য নেই। সবাই ক্ষমতায় যেতে ব্যস্ত।
মঙ্গলবার (১২ নভেম্বর) বিকেলে নওগাঁয় শহরের এটিম মাঠে ইসলামী আন্দোলন বাংলাদেশ নওগাঁ জেলা শাখার গণ সমাবেশে এসব কথা বলেন।
তিনি আরও বলেন, কেবলমাত্র দল ও নেতা পরিবর্তনের মাধ্যমে দেশের শান্তি আসতে পারে না। মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটতে পারে না। যতদিন পর্যন্ত ন্যায়, নীতির পরিবর্তন আসবে না ততদিন পর্যন্ত দেশের মানুষের শান্তি-শৃঙ্খলা এবং আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে পারবে না। তাই তিনি সাধারণ মানুষকে দুর্নীতি, দুর্নীতিবাজ ও জালিমদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

© 2026 republicdhaka.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM