সোমবার | ১২ জানুয়ারি, ২০২৬ | ২৮ পৌষ, ১৪৩২

বিশেষ সভা ডেকেও বসেননি পিএসসি সদস্যরা, ঝুলেই থাকলো ৩ বিসিএস

নিজস্ব প্রতিবেদক: নতুন চেয়ারম্যানের নেতৃত্বে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) প্রথম সভা (বিশেষ) হওয়ার কথা ছিল মঙ্গলবার (১২ নভেম্বর)। দুপুর ২টায় সভা শুরুর কথা থাকলেও অনিবার্য কারণে তা অনুষ্ঠিত হয়নি।

ফলে ঝুলে থাকা তিনটি বিসিএসের বিভিন্ন পর্যায়ের পরীক্ষা নিয়েও কোনো সিদ্ধান্ত হয়নি। পাশাপাশি আসন্ন ৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশের দিনক্ষণ নির্দিষ্ট করার বিষয়েও কোনো আলোচনা হয়নি।

মঙ্গলবার রাতে পিএসসির পরীক্ষা শাখার (ক্যাডার) একজন কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন। তবে ঠিক কী কারণে বিশেষ সভা ডেকেও তা করা সম্ভব হয়নি, তা জানাতে পারেননি তিনি।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা বলেন, ‘প্রথমে শুনেছিলাম ২টায় সভা হবে। পরে শুনলাম কিছুটা দেরিতে হবে। তবে শেষ পর্যন্ত সভাটি হয়নি। কেন হয়নি তা জানতে পারিনি। হয়তো ঊর্ধ্বতন কর্মকর্তারা বিষয়টি বলতে পারবেন।’

এ বিষয়ে জানতে পিএসসির নতুন চেয়ারম্যান অধ্যাপক ড. মোবাশ্বের মোনেম এবং একাধিক সদস্যের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করেও কথা বলা সম্ভব হয়নি।

এর আগে সোমবার (১১ নভেম্বর) পিএসসির একাধিক কর্মকর্তা জানিয়েছিলেন, মঙ্গলবার বিশেষ সভা হবে। সেখানে আটকে থাকা তিনটি বিসিএস নিয়ে আলোচনা হতে পারে। ৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশের দিনক্ষণ নিয়েও আলোচনা হবে। তাছাড়া বিভাগীয় পদোন্নতির পরীক্ষা নিয়েও কিছু বিষয় আলোচনায় আসবে বলে জানিয়েছিলেন তারা।

পিএসসি সূত্র জানায়, ৪৪তম বিসিএসে অল্প কিছু সংখ্যক প্রার্থীর মৌখিক পরীক্ষা আটকে আছে। ৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল এখনো প্রকাশ করা সম্ভব হয়নি। তাছাড়া ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা স্থগিত রয়েছে।

ফলে এ তিন বিসিএসে কেউ প্রিলিমিনারিতে উত্তীর্ণ হয়ে লিখিত পরীক্ষার অপেক্ষায়, কেউ লিখিত পরীক্ষায় টিকে মৌখিক পরীক্ষার অপেক্ষায় রয়েছেন। আবার কেউ লিখিত পরীক্ষার ফলাফলের অপেক্ষায়। দীর্ঘদিনেও পিএসসি বিসিএসগুলো নিয়ে সিদ্ধান্ত নিতে না পারায় হতাশ চাকরিপ্রার্থীরা। তবে নতুন কমিশন শিগগির এসব বিষয়ে সিদ্ধান্ত নেবে বলে প্রত্যাশা তাদের।

© 2026 republicdhaka.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM