বৃহস্পতিবার | ১৫ জানুয়ারি, ২০২৬ | ১ মাঘ, ১৪৩২

রাজধানীতে ডাকাতির প্রস্তুতকালে আটক ২

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর বাড্ডা এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ তিনজনকে গ্রেফতার করেছে বাড্ডা থানা পুলিশ। তারা হলেন- আব্দুল্লাহ আল মামুন ওরফে মলম মামুন (৩৫), মোজাম্মেল হক (৩৫) ও সাজু মিয়া ওরফে সিজার সাজু (২১)।

সোমবার রাতে পশ্চিম মেরুল বাড্ডা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে দুটি চাপাতি ও একটি সুইচ গিয়ার চাকু উদ্ধার করা হয়।

মঙ্গলবার (১২ নভেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া বিভাগের ডিসি তালেবুর রহমান।

বাড্ডা থানা সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, কতিপয় লোক পশ্চিম মেরুল বাড্ডা পাবলিক টয়লেটের উত্তর পাশে খালি জায়গায় দেশীয় অস্ত্রসহ ডাকাতি করার উদ্দেশে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে বাড্ডা থানার টহল পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় আব্দুল্লাহ আল মামুন, মোজাম্মেল হক ও সাজু মিয়াকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের সহযোগী ২/৩ জন দৌড়ে পালিয়ে যায়। এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বাড্ডা থানায় একটি মামলা হয়েছে।

থানা সূত্রে আরও জানা যায়, গ্রেফতারকৃতরা ওই স্থানে দেশীয় অস্ত্রসহ সমবেত হয়ে বাড্ডা এলাকার বিভিন্ন স্থানে ডাকাতি করার প্রস্তুতি নিচ্ছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন। তারা বাড্ডা এলাকার পথচারীদের কাছ থেকে বিভিন্ন মূল্যবান জিনিস ছিনতাই করতেন এবং বাসা-বাড়ি ও বিভিন্ন অফিসের মূল্যবান জিনিসপত্রসহ বিল্ডিং নির্মাণ সামগ্রী ডাকাতি করতেন।

গ্রেফতার ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে। মামলার সুষ্ঠু তদন্ত ও ডাকাত চক্রের পলাতক অন্যান্য সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে বলে জানিয়েছে পুলিশ।

এমএফ

© 2026 republicdhaka.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM