বৃহস্পতিবার | ১৫ জানুয়ারি, ২০২৬ | ১ মাঘ, ১৪৩২

সাবেক এমপি ইলিয়াস মোল্লার ‘ডান হাত’ বেনু গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর পল্লবীতে শেখ মো. সাকিব রায়হান হত্যা মামলায় পল্লবী থানা আওয়ামী লীগের সদস্য এবং সাবেক সংসদ সদস্য ইলিয়াস মোল্লার অন্যতম সহযোগী মো. মোশারাত হাসান বেনুকে (৫২) গ্রেফতার করেছে পল্লবী থানা পুলিশ।
মঙ্গলবার (১২ নভেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ১১ নভেম্বর দিনগত রাত সাড়ে ৯টায় পল্লবী থানার ১২ নম্বর সেকশনের ই-ব্লক এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার বেনু ঢাকা-১৬ আসনের সাবেক সংসদ সদস্য ইলিয়াস মোল্লার ডান হাত হিসেবে কাজ করতেন।
পল্লবী থানা সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী আন্দোলনে মিরপুর এলাকায় ভুক্তভোগী সাকিব রায়হান হত্যার ঘটনায় তার বাবা শেখ আজিজুর রহমান বাদী হয়ে গত ৩ অক্টোবর পল্লবী থানায় একটি মামলা দায়ের করেন।
মামলার এজাহারে বলা হয়, গত ১৯ জুলাই বিকেলে মিরপুর-৬ নম্বরে পপুলার ডায়াগনস্টিক সেন্টারের সামনের রাস্তায় আন্দোলনরত ছাত্র-জনতার ওপর আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে নির্বিচারে গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণ ঘটায়।এসময় সাকিব রায়হান বুকে গুলিবিদ্ধ হন। গুরুতর আহত অবস্থায় তাকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসাপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় করা মামলার তদন্তকালে গোয়েন্দা তথ্য ও ঘটনাস্থলের আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে সাকিব রায়হান হত্যায় জড়িত মোশারাত হাসান বেনুকে গ্রেফতার করা হয়।

© 2026 republicdhaka.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM