শুক্রবার | ১৬ জানুয়ারি, ২০২৬ | ২ মাঘ, ১৪৩২

গুলিস্তানে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান যৌথ বাহিনীর

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর গুলিস্তানে শহিদ মতিউর রহমান পার্কে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালিয়েছে যৌথ বাহিনী।

মঙ্গলবার (১২ নভেম্বর) বেলা ১১টায় শুরু হয় এই অভিযান। এ সময় পার্কের ভেতরে থাকা ভাসমান দোকানসহ বিভিন্ন অবৈধ স্থাপনা উচ্ছেদ করা।

ব্যবায়ীরা জানান, টাকার বিনিময়ে এসব ভাসমান দোকান চালানো হতো। পার্কের রাজনৈতিক সিন্ডিকেটের অনুমোদনেই তারা এই কাজ করে আসছিল।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম বলেন, ভাসমান এসব দোকানগুলোকে মূল সড়ক থেকে সরিয়ে দিলে তারা পার্কের ভেতরে অবস্থান নেন। এর ফলে অভিযান ব্যর্থ হয়। তাই এই অভিযান চালানো হচ্ছে। পর্যায়ক্রম গুলিস্তান এলাকার সড়ক দখল করে এমন সব ভাসমান দোকান অপসারণ করা হবে।

এমএফ

© 2026 republicdhaka.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM