সোমবার | ১৯ জানুয়ারি, ২০২৬ | ৫ মাঘ, ১৪৩২

সিরাজগঞ্জের সাবেক পিপিকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

জেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ: রাজধানী ঢাকায় জয় বাংলা স্লোগান দিয়ে গণপিটুনির শিকার হয়েছেন সিরাজগঞ্জ জেলা জজ আদালতের সাবেক পাবলিক প্রসিকিউটর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুর রহমান।
রোববার (১০ নভেম্বর) দুপুর ১২টার দিকে রাজধানী ঢাকার গুলিস্তানে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে বিএনপি ও অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মীদের অবস্থানকালে এ ঘটনা ঘটে।
গণপিটুনির পর তাকে পুলিশে সোপর্দ করা হয়েছে। আব্দুর রহমান জেলা আওয়ামী লীগের সহ-সভাপতির দায়িত্বে রয়েছেন।
জানা যায় অ্যাডভোকেট আব্দুর রহমান বিক্ষোভের মাঝে হঠাৎ এসে বলেন, আমি একজন মুক্তিযোদ্ধা, শেখ হাসিনা চলে আসবেন। বলেই জয় বাংলা বলে স্লোগান দেওয়া শুরু করেন। এরপরই বিক্ষোভকারীরা তাকে বেধড়ক পিটুনি দেন। পরে পুলিশে সোপর্দ করা হয়।
আব্দুর রহমানকে মারধরের ভিডিও ব্যাপকভাবে ভাইরাল হয়। সিরাজগঞ্জের বিভিন্ন শ্রেণিপেশার মানুষ এসব ভিডিও ফেসবুকে পোস্ট করে পক্ষে-বিপক্ষে প্রতিক্রিয়া ব্যক্ত করেন।
আব্দুর রহমানের স্ত্রী অ্যাডভোকেট জেবুন্নেছা জেবা রহমান জানান, আমি সিরাজগঞ্জ কোর্টে ছিলাম। দুপুরের দিকে শুনি তিনি (আব্দুর রহমান) ঢাকায় পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন। তাকে ব্যাপক মারধর করা হয়েছে।পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী নাছিরুল আমিন বলেন, আওয়ামী লীগের কার্যালয়ের সামনে জড়ো হওয়া কিছু লোককে ছাত্র-জনতা ধরে পুলিশে সোপর্দ করেছে।
সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির বলেন, সাবেক পিপি অ্যাডভোকেট আব্দুর রহমানকে গ্রেপ্তারের বিষয়টি জানতে পেরেছি। বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে সিরাজগঞ্জে যুবদল-ছাত্রদলের তিন নেতা নিহত হওয়ার ঘটনায় দায়ের করা প্রতিটি মামলার এজাহারনামীয় আসামি তিনি।

© 2026 republicdhaka.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM