মঙ্গলবার | ১৩ জানুয়ারি, ২০২৬ | ২৯ পৌষ, ১৪৩২

কিউবায় ৬.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক: লাতিন আমেরিকান দেশ কিউবায় ৬ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে কোনো হতাহত না হলেও ক্ষতিগ্রস্ত হয়েছে বিদ্যুৎ সঞ্চালন লাইন, ধ্বসে পড়েছে বহু ঘরবাড়ি।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, রোববার (১০ নভেম্বর) কিউবার বারটোলোমি মাসো থেকে ৪০ কিলোমিটার দূরে দক্ষিণে ভূমিকম্প আঘাত হানে। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৬ দশমিক ৮।

কিউবার প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ ক্যানেল সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে বলেছেন, ভূমিকম্পের কারণে বেশ কিছু বাড়িঘর বিধ্বস্ত হয়েছে। তবে কেউ নিহত আ আহত হয়নি। বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সান্তিগো ডি কুবা এবং গ্রামনা এলাকা। এ ছাড়া বিদ্যুৎ সঞ্চালন লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, এত তীব্র ভূমিকম্প এর আগে তারা দেখেননি। ইউএসজিএস জানিয়েছে, গত ৫০ বছরের মধ্যে দেশটিতে ৫ অথবা তার বেশি মাত্রার ২৩টি ভূমিকম্প আঘাত হেনেছে।

সান্তিগোর বাসিন্দা গ্রিসেলডা ফার্নান্দেজ বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ‘ভূমিকম্প এর আগেও আমরা দেখেছি। কিন্তু এত তীব্র ভূমিকম্প কখনো দেখিনি।’

কিউবার আরেক শহর সান্তিগোর বাসিন্দা বলেন, ‘হঠাৎ ভবনগুলো দুলতে শুরু করেছিল। আমরা আতঙ্কিত হয়ে পড়েছিলাম। অনেকেই দরজার কাছে আশ্রয় নিয়েছিলাম।’

গত কয়েক মাস ধরেই বিপর্যয়ের মধ্য দিয়ে যাচ্ছে কিউবা। কিছুদিন আগে জাতীয় গ্রিডে সমস্যার কারণে সারা দেশ ব্ল্যাক আউট হয়ে পড়েছিল। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছিল ১ কোটি মানুষ। তার মধ্যেই আঘাত হেনেছিল শক্তিশালী হ্যারিকেন অস্কার। এসব দুর্যোগে মারা গেছেন ৬ জন মানুষ। সূত্র: আল জাজিরা

© 2026 republicdhaka.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM